নিজস্ব সংবাদদাতা ১০ ডিসেম্বর ২০২০ উত্তর ২৪পরগণা: বসিরহাট মহকুমা হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েত হাড়োয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। বিহারের গয়া থেকে ইটভাটায় শ্রমিকের কাজ করতে আসেন ৪০ বছরের কানাইয়া মাঝি।
বুধবার রাতে হঠাৎই ইট ভাটার মধ্যে তার যে থাকার ঘর রয়েছে সেখানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাকি শ্রমিকরা। তাঁরা হাড়োয়া থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে মৃত্যু হয়েছে সেটা খতিয়ে দেখছে হাড়োয়া থানা পুলিশ।
আরও পড়ুন…ডায়মন্ড হারবারে আক্রান্ত হলেন বিজেপি টাউন সভাপতি সুরজিৎ হালদার
পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে হাড়োয়া থানার পুলিশ।