নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ৩০ অক্টোবর, ২০২০: আজ সকালে কেষ্টপুর খালে এক ব্যক্তির মৃত দেহ ভাসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা সেই মৃতদেহ দেখার পরই বাগুইআটি থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে, খবর মৃত ব্যক্তির নাম দুখে।
কেষ্টপুরের ওই এলাকায় বেশ কিছুদিন ধরে ভাড়া থাকতেন সে। পেশায় তিনি একজন রিকশাচালক। ঘটনায় তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ।
আরও পড়ুন…হঠাৎই ইঞ্জিন বন্ধ হয়ে ভয়াবহ আগুন ধরে বাইকে
কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং মৃতদেহ খালে কিভাবে গেল সেই সমস্ত বিষয় তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।



















