বেটিং এর চক্করে মা ও বোনকে খুন করলেন ছেলে

বেটিং এর চক্করে মা ও বোনকে খুন করলেন ছেলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ৩০ নভেম্বর ২০২০: IPL শুরু হতেই কিছু অসাধু লোক প্রতি বছরের মতো এ বছরও বেটিংয়ের ফাঁদ পাতে আর তাতেই ধরা দেন  হায়দরাবাদের  মেদচাল জেলার রাওয়ালকোল এলাকার সাইনাথ রেড্ডি। তাঁর বাবা প্রভাকর রেড্ডি বেশ কয়েকবছর আগে পথ দুর্ঘটনায় মারা যান।

মা সুনীতা রেড্ডি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন ও বোন অনুষা রেড্ডি M.Pherma-র পড়ুয়া।  সূত্রের খবর অনুযায়ী প্রভাকর রেড্ডির মৃত্যুর পর ইনসিওরেন্স ও অফিস থেকে বেশ কিছু টাকা পেয়েছিলেন সুনীতা।  পাশাপাশি  কিছু জমি বিক্রি করে মোট ২০ লক্ষ টাকা রেখে দিয়েছিলেন ব্যাঙ্কে।  কিছু গয়নাও ছিল। এই সঞ্চিত টাকা ও গয়নার কথা জানত  সাইনাথ।বেটিংয়ে টাকা লাগিয়ে আগেই খুইয়েছিলেন অনেক টাকা। যা জানতে পেরে পরের বার বেটিংয়ে টাকা লাগাতে বাধা দেন মা ও বোন।   মা-বোনকে না জানিয়েই ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বেটিংয়ে লাগান সাইনাথ। পরে তার মা-বোন জানতে পারেন যে ওই বেটিংয়ে টাকা দেওয়ার পাশাপাশি জমিয়ে রাখা গয়নার ১৫০ গ্রাম বিক্রি করে সে টাকাও জুয়ায় লাগিয়েছে সাইনাথ কিন্তু লাভ হয়নি কিছুই, উল্টে খুইয়েছেন পুরোটাই। বিষয়টি নিয়ে ছেলের সঙ্গে কথা বলে, তাকে বেটিংয়ে টাকা না লাগানোর পরামর্শ দেন সুনীতা। একই কথা বলেন  বোন অনুষাও। তাঁরা সাইনাথকে আর কোনও রকম টাকা দেবেন না বলেও জানিয়ে দেন। তারপরই ঘটে গেল বিপদ। মুখে কিছু না বললেও মনে মনে যে খুনের ছক কষছে সাইনাথ তা টের পাননি বাড়ির কেউই। একদিন অফিস যাওয়ার আগে মা ও বোনের খাবারে বিষ মিশিয়ে দিয়ে যায় সাইনাথ। যা খেয়ে মুহূর্তের মধ্যেই পেটে ব্যথা শুরু হয় দু’জনের। যে খাবার তাঁরা খেয়েছিলেন, সেটারই কিছুটা অফিস নিয়ে গিয়েছিলেন সাইনাথ। পেটে ব্যথা শুরু হতেই তড়িঘড়ি তাঁকে ফোন করে সে খাবার খেতে বারণ করেন সুনীতা। মা ও বোন অসুস্থ শুনে তাড়াতাড়ি  অফিস থেকে বাড়ি ফেরেন সাইনাথ কিন্তু  তাড়াতাড়ি বাড়ি ফিরলেও মা ও বোনকে হাসপাতালে নিয়ে যাননি তিনি। তাঁরা অজ্ঞান হওয়া পর্যন্ত অপেক্ষা করে তার পর তাঁদের হাসপাতালে ভর্তি করে সাইনাথ। ২৭ তারিখ সেখানে মৃত্যু হয় সুনীতার।পরের দিন অর্থাৎ ২৮ তারিখ হাসপাতালে মৃত্যু হয় অনুষার।

আরও পড়ুন…হিন্দুর মৃত দেহ নিয়ে গেল মুসলিম

পরে শ্রাদ্ধের কাজে আত্মীয়দের সন্দেহ হলে তাঁরা চাপ দিতে থাকেন সাইনাথকে।চাপের মুখে  পরে খুনের কথা স্বীকার করে নেন সাইনাথ। আত্মীয়রা পুলিশে অভিযোগ জানালে সাইনাথকে গতকাল গ্রেফতার করে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top