নিউজ ডেস্ক ২৭ অক্টোবর ২০২০: মেয়ে মানেই কিন্তু ঘরবন্দী জীবন নয়। আজকের মেয়েরা সব কিছুতে দক্ষ।

ফুটবল খেলা মানেই কিন্তু ছেলেদের খেলা বহুদিন ধরে এমনটাই প্রচলিত হয়ে আসছে। বহুল প্রচলিত এই ছক ভেঙ্গে নজির গড়লেন ৩৬ বছর বয়সী ফাইজা হায়দার। প্রাক্তন এই ফুটবলার পরুষ দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। এর পাশাপাশি তিনি মিশরের জাতীয় মহিলা দলের অধিনায়ক হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। স্থানীয় সূত্রে খবর মিশরের চতুর্থ ডিভিশনের ক্লাব আইডিয়াল ক্লাব আইডিয়াল গল্ডির কোচ হিসেবে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
আরও পড়ুন…৬ মাসের অন্তঃসত্ত্বা করিনার বেবি বাম্প ফুটে উঠল
প্রথম প্রথম একটু অস্বস্থিতে ভুগলেও তার থেকে কেউ শিখতে চায় এটা ভেবেই এগিয়ে গেছিলেন ফাইজা। ফাইজা জানান একমাত্র তিনি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ স্বীকৃতি প্রিমিয়ার স্কিলস কোচ এডুকেশনের মর্যাদা পেয়েছেন।