নিজস্ব সংবাদদাতা ২৬ ডিসেম্বর ২০২০ পূর্ব মেদিনীপুর: আবারও দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস ।এই দুর্ঘটনার ফলে আহত হয়েছে একাধিক যাত্রী।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের দূরমুঠ এলাকায়। জানা গিয়েছে কলকাতা থেকে দীঘা যাওয়ার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি চার চাকার ছোট ইন্ডিকা গাড়ি এবং যাত্রীবাহী বাস দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলি তে উল্টে যায়। এই ঘটনায় আহত হয় একাধিক বাসযাত্রী। এরপর স্থানীয়দের তৎপরতায় তাঁদেরকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে মরিশদা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।