যাত্রী স্বার্থে টাঙাতে হবে তালিকা ,সরকারের নির্ধারিত ভাড়া নিতে হবে বাস মালিকদের

যাত্রী স্বার্থে টাঙাতে হবে তালিকা ,সরকারের নির্ধারিত ভাড়া নিতে হবে বাস মালিকদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

যাত্রী স্বার্থে টাঙাতে হবে তালিকা ,সরকারের নির্ধারিত ভাড়া নিতে হবে বাস মালিকদের, সরকারের ঠিক করে দেওয়া ভাড়াই নিতে হবে বাস (Bus) মালিকদের। সেই সঙ্গে ভাড়ার তালিকা (Fare Chart) টাঙাতে হবে বাসের মধ্যে।  কলকাতায় এখন কোন রুটে বাস ভাড়া (Bus Fare in Kolkata) ঠিক কত? এই নিয়ে বিতর্কের শেষ নেই। অভিযোগ, বিভিন্ন রুটে ইচ্ছে মতো ভাড়া নিচ্ছে বাসগুলি। যার নির্যাস, ভুগতে হচ্ছে আম জনতাকে। সংশ্লিষ্ট রুটে ঠিক কত ভাড়া, সেই সংখ্যাটা নিয়ে বিড়ম্বনা। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে রাজ‌্য পরিবহন দফতরের তরফে এমনই নির্দেশিকা পাঠানো হতে চলেছে সমস্ত বাস মালিকদের সংগঠনকে।

 

 

 

 

রাজ‌্য পরিবহণ দফতর সূত্রে খবর, যে চিঠি বাস মালিকদের সংগঠনকে পাঠানো হতে চলেছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হবে, বাসমালিকদের ২০১৮ সালে সরকার নির্ধারিত ভাড়াই নিতে হবে। পাশাপাশি যাত্রী স্বার্থে বাসের মধ্যে টাঙাতে হবে ভাড়ার তালিকা। যদি কোনও বাস মালিক বেশি ভাড়া নেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।

 

 

 

আরও পড়ুন –  মুকুল নিয়ে মুখ খুললেন মমতা, ‘বিজেপি বিধায়ক’ বলে স্পষ্ট দাবি মুখ্যমন্ত্রীর,কী কী…

 

 

রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বিষয়টি নিয়ে বলেন, ‘আদালতের নির্দেশ মেনেই আমরা বাসমালিকদের জানাচ্ছি, বাড়তি ভাড়া না নেওয়ার জন‌্য। এবং প্রত্যেক বাসে ফেয়ার চার্ট টাঙানোর জন‌্য। বেসরকারি বাসমালিক সংগঠনগুলোকে এবিষয়ে চিঠি আমরা পাঠাচ্ছি। যত শীঘ্র সম্ভব, সেই নির্দেশ কার্যকর করতে হবে। এবং ২০১৮ সালের যে ভাড়া সরকার ঠিক করেছিল, তাই নিতে হবে।’ তবে একইসঙ্গে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধেও সুর চড়ান রাজ্যের পরিবহনমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্র সরকার যেভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে তাই বাসমালিকরা ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন। তবে আইন মেনে চলা উচিত্‍ বলে মন্তব্য করেন তিনি।

 

(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top