নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান:- টোটোর দাপটে অনির্দিষ্টকালের জন্য জামুড়িয়া থেকে সব রুটের বাস বন্ধ করে দিলো বাস এজেন্ট ও বাস কর্মীরা। বাস এজেন্ট অশোক বাগদি জানান প্রতিদিন টোটো চালকেরা বাসের আগে টোটো দাঁড় করিয়ে বাসের যাত্রীদের তুলে নিচ্ছে। যার ফলে বাসের যাত্রী পাওয়া যাচ্ছেনা। ফাঁকা বাস চালাতে হচ্ছে। টোটো চালককে বললে বাস কর্মীদের উপর চড়াও হয় তারা ।
অন্য দিনের মতো আজকেও দহামানি রুটের বাস ছাড়ার মুখে এক টোটো চালক বাসের যাত্রীদের নামিয়ে নিজের টোটো চাপিয়ে নেয় । এই ঘটনার পরই বাস এজেন্ট ও টোটো চালকের মধ্যে সংঘাত বেধে যায়। এর পরেই জামুড়িয়া থেকে সমস্ত রুটের বাস বন্ধ করে বিক্ষোভ দেখায় সব বাস কর্মী ও এজেন্টরা। তাদের দাবি টোটো চালকের নিয়ন্ত্রন না করলে অনির্দিষ্ট কালের জন্য বাস বন্ধ থাকবে। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায় নি।