নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৮ অক্টোবর, ২০২০: বিজেপির নবান্ন অভিযান কর্মসূচী নিয়ে আজকে বৈঠক করছেন সর্ব ভারতীয় বিজেপি যুব সভাপতি তেজস্বী শৌর্য, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ,এবং বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
সেখানেই, দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন আজকের ঘটনায় ভয় পেয়েছেন মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি বলছেন অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছিল আজকে।
প্রায় ৭০০ এর বেশি কর্মী আহত হয়েছেন আজকে। গণতান্ত্রিক আন্দলনকে গায়ের জোরে থেকানর চেষ্টা করা হচ্ছে। শান্ত মিছিলকে উতপ্ত করার চেষ্টা। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। বিজেপির এক নেতার দেহ রক্ষীর আর্মস ছিল লাইসেন্স প্রাপ্ত তাই সেটাকে দ্রুত ফিরিয়ে দেওয়া উচিত।
আরও পড়ুন…বিজেপি সন্ত্রাসবাদীদের দল, মন্তব্য ফিরাহাদের, পাল্টা দিলিপ
বিজেপিকে বদনাম করার চেষ্টা চলছে। চাকরির দাবিতে বিজেপির আজকের নবান্ন অভিযান ছিল। দাবি করছেন বিজেপি রাজ্য সভাপতি দিলিপ ঘোষ।