অনুব্রতহীন বীরভূমে দলের রাশ নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের না থাকাটা বড় ধাক্কা তৃণমূলের কাছে। শুধু তাই নয়, বাদশার না থাকার সুযোগে গোষ্ঠী কোন্দল রীতিমত মাথা চাড়া দিচ্ছিল এই জেলাতে। আর তা টের পান তৃণমূল নেতৃত্ব। যে দাপুটে নেতার অঙ্গুলিহেলনে দলের নেতারা উঠত-বসত সেখানে এই অবস্থা! আর এরপরেই আজ বীরভূমে পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো। আর সেখানে পা রেখেই সাংগঠনিক বৈঠক করলেন তিনি। যেখানে বীরভূমের একাধিক নেতা উপস্থিত ছিলেন বলে খবর।
আর ওই বৈঠকেই একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রীর। ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, অনুব্রত নেই তো কোনও সমস্যা নেই! আমি দেখে নেব…! অর্থাৎ আজ থেকে বীরভূমের তৃণমূলের সংগঠন নিজে দেখবেন বলেও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি এদিনের বৈঠক থেকে নেতাদের মাটি নেবে কাজ করারও নির্দেশ দেন তিনি। পাশাপাশি গোষ্ঠী কোন্দল নিয়েই নেতৃত্বকে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন বলে জানা যাচ্ছে। বিশেষ করে নানুরের একাধিক গোষ্ঠী। আর তাঁদের নানা সমস্যায় দলকে অস্বস্তির মধ্যে পড়তে হয়। আর তা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন নেত্রী।
আরও পড়ুন – অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জিতে রেকর্ড গড়েছেন জকোভিচ
বলেছেন, কোনও ঝামেলা করা যাবে না। অন্যদিকে দুবরাজপুরের ব্লক সভাপতিকেও এদিন সাবধান করেছেন বলে খবর। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ। আর তা জানার পরেই তাঁকে সাবধান মুখ্যমন্ত্রী করেছেন বলে খবর। অন্যদিকে পঞ্চায়েত ভোটে বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে জায়গা পেলেন আরও কয়েকজন নেতা। তাৎপর্যপূর্ণ ভাবে কাজল শেখকে ওই কমিটিতে নিয়ে আসা হয়েছে। যিনি কিনা অনুব্রত মণ্ডল বিরোধী বলেই পরিচিত। এমনকি শতাব্দী রায়, অসিত মাল এদিন তৃণমূলের কোর কমিটিতে যাওয়া পেয়েছেন বলে খবর। অনুব্রতহীন