নিজস্ব সংবাদদাতা ২২ ডিসেম্বর ২০২০ উত্তর ২৪পরগণা: তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে ভাটপাড়া পুরসভা এলাকায় সাফাইএর কাজ বন্ধ করে দিলো সাফাই কর্মীরা ।
দেড় হাজার সাফাই কর্মী গতকাল থেকে বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে আজ তারা বিক্ষোভে ফেটে পড়েছে।তাদের অভিযোগ চার মাসের বেতন বাকী।গতকাল এক মাসের বেতন দিলেও এখনো তিন মাসের বেতন বাকী।যতক্ষণ পর্যন্ত তারা এই বেতন পাবে না,ততক্ষন তারা সাফাই এর কাজ করবেন না। তবে ভাটপাড়া পুরসভার পুরপ্রধান অরুন ব্যানার্জি জানান, আরবানের সাফাই কর্মীদের এক মাসের মাইনা বাকী। গতকাল তাদের এক মাসের মাইনা দিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার তাদের আরবান কর্মীদের ৫০% টাকা দিয়েছে। বাকি টাকা এখনো দেয়নি। তাই তাদের বেতন বকেয়া থাকলেও আজ পুরসভায় মিটিং এ আলোচনা করা হবে।
আরও পড়ুন…পুরসভার ডাম্পিং গ্রাউণ্ডে নোংরা আবর্জনায় অতিষ্ঠ হয়ে উঠছে সাধারণ মানুষের জনজীবন