নিউজ ডেস্ক ২৫ ডিসেম্বর ২০২০ : বেশ কিছু দিন আগেই আমরা হারিয়েছি কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এরপর বড়দিনের আগেই সেই পূর্ণাবয়ব মূর্তি নিউটাউনে হিডকোর মাদার ওয়াক্স মিউজিয়ামে রাখার ব্যাপারে কতৃপক্ষের কাছে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
এর আগেও সুশান্ত বাবুর তৈরি একাধিক মোমের মূর্তি এই সংগ্রহশালায় স্থান পেয়েছে। তার প্রস্তাব গৃহীতও হয়েছিল বলে জানা গিয়েছিল। তবে কিংবদন্তী অভিনেতার তৈরি মোমের মূর্তি স্থান পেলনা মাদার ওয়াক্স মিউজিয়ামে। দু বছর আগে এই মূর্তি গড়েছিলেন ভাস্কর সুশান্ত রায়। তাঁর তৈরি একাধিক মূর্তি এই সংগ্রহশালায় স্থান পেলেও স্থান পেলনা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোমের মূর্তি। সূত্রের খবর কমিটির তরফ থেকে জানানো হয়েছে গায়ের রঙ সঠিক না হওয়ার কারনেই সুবজ সঙ্কেত দিতে পারেনি।