নিজস্ব সংবাদদাতা, কলকাতা,৫ অক্টোবর, ২০২০হাথরসের ঘটনায় দেশ জুড়ে ‘অবস্থান সত্যাগ্রহ’ ডাক দিয়েছে কংগ্রেস। আজ বিধান ভবনের সামনে মঞ্চ বেধে প্রতিবাদ দেখায় প্রদেশ কংগ্রেস। এই কর্মসূচি সফল করতে সর্ব স্তরের প্রদেশ নেতৃত্ব উপস্থিত হয়ে ছিলেন।
সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি চলবে। কংগ্রেস রাজ্য সভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন হাথ রসের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সিবিআই কতটা সঠিক তদন্ত করবে তা নিয়ে সংশয় আছে। কারণ এটা এনডিএ সরকারের নেতৃত্বাধীন সিবি আই। এর আগে উত্তর প্রদেশের পুলিশ যে ভাবে ঘটনা ধামা চাপা দিয়েছে সেটা আমরা দেখেছি। তাই আমরা দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছি।
আরও পড়ুন… মণীশ শুক্লার খুনের ঘটনায় রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়
অন্য দিকে পরিষদীয় দলনেতা আব্দুল মাননণ বলেন দিদি আর মফির মধ্যে কোন পার্থক্য নেই। হাথ রসের মত দিদি ও এ রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে।