প্রায় কোটি টাকার কাঠ পাচারের ছক বাঞ্চাল করলো বন দপ্তর। ধৃত দুই। প্রায় কোটি টাকার কাঠ পাচারের ছক বাঞ্চাল করলো বন দপ্তর। চোদ্দ চাকার একটি ট্রাক ও অপর একটি কন্টেনারের বোঝাই থরে থরে সাজানো বহুমূল্যবান বার্মা টিক কাঠ সহ গ্রেপ্তার ২। ধৃতের নাম এস গঙ্গা রাজু, শাহজি এন। ধৃতদের মধ্যে গঙ্গা অন্ধপ্রদেশ এবং শাহজি কেরালার বাসিন্দা।
জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি জলাপাইগুড়ি জাতীয় সড়কে অভিযান চালায় বেলাকোবা রেঞ্জের বনদপ্তর। বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে বনকর্মীদের বিশেষ টিম বৃহস্পতিবার গভীর রাত থেকে ওট পেতে ছিল শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক সংলগ্ন পানকৌড়ি এলাকায়। শুক্রবার ভোর তিনটে নাগাদ সন্দেহজনক একটি ট্রাক এবং একটি কন্টেনার নজরে আসে বনকর্মীদের। এই ট্রাক গুলি একটি হরিয়ানা ও অপরটি অরুণাচল প্রদেশের নম্বরের।
সন্দেহজনক ট্রাক ও কন্টেইনার টিকে আটক করে বনকর্মীরা তল্লাশি চালাতেই বেরিয়ে আসে থরে থরে সাজানো মূল্যবান বার্মা টিক কাঠ। বনদপ্তরের তল্লাশের মুখে কন্টেইনার ও ট্রাকের চালক এই বিপুল পরিমাণ বার্মাটিক কার্ডের কোন বৈধ নথি পেশ করতে পারেনি। বেলাকোবা বনদপ্তরের তরফে জানানো হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে বার্মাটিক কার্ড নিয়ে পাচারের পরিকল্পনায় যাচ্ছিল গাড়ি দুটি।
আরও পড়ুন – “মায়েদের থেকেই সময়ের ম্যানেজমেন্ট শেখা উচিত ” দেশের পড়ুয়াদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী
প্রায় চোদ্দ চাকা লড়ি ও কন্টেনার থেকে যথাক্রমে ১৬.২৪২ এবং ২১.২৪৪ কিউবিক মিটার বার্মা টিক কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকার বেশি। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।
উল্লেখ্য, প্রায় কোটি টাকার কাঠ পাচারের ছক বাঞ্চাল করলো বন দপ্তর। ধৃত দুই। প্রায় কোটি টাকার কাঠ পাচারের ছক বাঞ্চাল করলো বন দপ্তর। চোদ্দ চাকার একটি ট্রাক ও অপর একটি কন্টেনারের বোঝাই থরে থরে সাজানো বহুমূল্যবান বার্মা টিক কাঠ সহ গ্রেপ্তার ২। ধৃতের নাম এস গঙ্গা রাজু, শাহজি এন। ধৃতদের মধ্যে গঙ্গা অন্ধপ্রদেশ এবং শাহজি কেরালার বাসিন্দা।