উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সচিব জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী মল্লিক , উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সচিবের জন্য নির্দেশিকা জারি। নয়া সচিব হলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। বর্তমানে তিনি আশুতোষ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছেন। আপাতত তিন বছর তিনি সচিবের কাজ সামলাবেন বলেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ ফাঁকা ছিল। সংসদের ওএসডি সচিব হিসাবে অতিরিক্ত দায়িত্ব সামলেছেন।উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব করা হল রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিককে। গত ৩১ জুলাই এ ব্যাপারে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপাতত তিন বছর তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিবের দায়িত্ব সামলাবেন। দীর্ঘদিন এই সচিব পদটি ফাঁকা ছিল। সংসদের ওএসডি সচিবের কাজ চালাচ্ছিলেন বাড়তি দায়িত্ব হিসেবে। কেন রাজ্যের এক মন্ত্রীর মেয়েকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে বসানো হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিরোধী নেতাদের প্রশ্ন, ওই পদের জন্য কি আর কোনও যোগ্য প্রার্থী ছিলেন না?
আরও পড়ুন – হাসপাতালে ভর্তি ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অদা শর্মা, কী হয়েছে অভিনেত্রীর?
এমনিতেই নিয়োগ দুর্নীতি নিয়ে জেরবার তৃণমূল সরকার। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক শিক্ষাকর্তা এবং শাসকদলের বেশ কয়েকজন নেতা, বিধায়ক জেল খাটছেন। তার মধ্যেই বনমন্ত্রীর মেয়ের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে নিযুক্তি নিয়ে শাসকদলের ঘরে বাইরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সিপিএম, কংগ্রেস এবং বিজেপির নেতারা এক সুরে বলছেন, দুর্নীতি এবং স্বজনপোষণে তৃণমূল সরকারের জুড়ি মেলা ভার। এত নেতা, মন্ত্রী জেল খাটার পরেও শাসকদলের কোনও লজ্জা হচ্ছে না। প্রসঙ্গত, এর আগে বনমন্ত্রীর পরিবারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তাঁর মেয়ের বার্ষিক আয় তিন কোটি টাকা কী করে হয়, সেই প্রশ্ন উঠেছিল। তখন তিনি দাবি করেছিলেন, প্রাইভেট টিউশন করে তিনি টাকা উপার্জন করেছেন। মন্ত্রীর দাদা দেবপ্রিয় মল্লিক দীর্ঘদিন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ছিলেন।