মালদহে মৃতদের পরিবারের পাশে রাজ্যপাল, নিহতদের পরিজনদের হাতে তুলে দিলেন ৫০ হাজার নগদ এবং রেলের সাড়ে ৯ লক্ষ টাকার চেক, ‘আমি কি আর পারব না পড়াশোনা করতে?’ ,’বাড়ির ছেলেটা তো পুজোয় ফিরবে বলে গিয়েছিল…’, ‘আমার সংসারটাই ভেসে গেল…’মালদহের রতুয়া, ইংরেজবাজার, গাজোল এখন গুমরে কাঁদছে। কেউ ছেলে হারিয়েছেন, কেউ বাবা কিংবা কেউ সন্তান, কেউ বা দাদা। শুক্রবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (Cv Ananda Bose) সামনে পেয়েছে অসহায় পরিবারগুলো। রাজ্যে কাজ না পেয়ে মিজোরামে গিয়েছিলেন ওই পরিবারগুলোর পুরুষ সদস্যরা। নির্মীয়মান ব্রিজ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪ জনের। শুক্রবার নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের সামনেই কান্নায় লুটিয়ে পড়েন তাঁরা। তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এদিন রেলের তরফে দেওয়া সাড়ে ৯ লক্ষ টাকার চেক ও ৫০ হাজার নগদ টাকা রাজ্যপাল মৃতদের পরিজনদের হাতে তুলে দেন। তবে এখনই রাজভবনের তরফ থেকে কোনও ক্ষতিপূরণ ঘোষণা করেননি তিনি।
শুক্রবার সকালে বন্দে ভারতে মালদহের (Malda) যাওয়ার কথা ছিল রাজ্যপালের। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি বাতিল হয়ে যায়। পরে হাওড়া (Howrah) থেকে যুবা এক্সপ্রেসে করে মালদহে (Malda) যান রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, চলন্ত ট্রেনে বসেই জনসাধারণের অভিযোগ নিয়ে ফোনে কথা বলেছেন বোস। সেখানে গিয়েই নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন। তবে এ সময়ে রাজনীতি বন্ধ করে এক সঙ্গে মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যপাল (Cv Ananda Bose)।
আরও পড়ুন – মাটিগাড়ায় ছাত্রীমৃত্য়ুর প্রতিবাদে আগামীকাল দার্জিলিংয়ে বনধের ডাক মোর্চার
রেলের তরফে দেওয়া সাড়ে ৯ লক্ষ টাকার চেক ও ৫০ হাজার নগদ টাকা রাজ্যপাল মৃতদের পরিজনদের হাতে তুলে দেন। তবে এখনই রাজভবনের তরফ থেকে কোনও ক্ষতিপূরণ ঘোষণা করেননি তিনি।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং YouTube )