নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৪ অক্টোবর, ২০২০:আজ বিকেলে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালের সাতে ছিলেন তাঁর স্ত্রীও।
অষ্টমীর বিকেলে বুদ্ধদেবের প্যাম অ্যাভিনিউয়ের বাড়িতে যান স্ব স্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়। জানা গিয়েছে, সেখানে তিনি প্রথমেই বুদ্ধ বাবুকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছে। বুদ্ধবাবুর শারীরিক অবস্থারও খোঁজ নেন রাজ্যপাল। এবং রাজ্যের পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ কথা হয়েছে বুদ্ধ বাবুর সাথে। রাজ্যপাল সেখানে জানিয়েছেন, সরকারী কর্মীরা রাজনৈতিক ভাবে যাতে প্রভাবিত না হয় সেই দিকটা দেখার কথা বলেছেন।
আরও পড়ুন…বনেদিয়ানা দাস বাড়ির সন্ধী পুজো
পাশাপাশি, যে কোন পরিস্থিতিতেই রাজ্যে হিংসামুক্ত নির্বাচন হবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। একইসঙ্গে দুর্গা পুজো নিয়ে তিনি বলেছেন, পুজো এবং পশ্চিম বাংলাকে কেউ আলাদা করতে পারবে না। তবে বুদ্ধদেব বাবুর সাথে সরাসরি তাঁর কি কথা হয়েছে সেই বিষয় জানাতে চাননি রাজ্যপাল জগদীপ ধনখড়।