গ্ণেশ পুজোর সকালটা যেন শুরু হল এক খারাপ খবর দিয়ে। উদ্ধার হল এক ঝুলন্ত মৃতদেহ। মৃতদেহটি কার? দক্ষিণী অভিনেতা এবং সঙ্গীত পরিচালক বিজয় অ্যান্টনির কন্যার। দ্বাদশ শ্রেণির ছাত্রী সে। নাম মীরা। বয়স মাত্র ১৬। সোমবার মাঝরাতে, ৩টে নাগাদ তাঁর শোওয়ার ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয়। বিজয়ের চেন্নাইয়ের আলওয়ারপেটের বাসভবনে আত্মহত্যা করেছেন তাঁর কন্যা মীরা।
আরও পড়ুনঃ আসছে রাজামৌলির ‘মেড ইন ইন্ডিয়া’, গল্প বলবে ভারতীয় সিনেমার জন্ম ও বেড়ে ওঠার
চেন্নাইয়ের এক বেসরকারী স্কুলের ছাত্রী ছিল সে। কেন এত অল্প বয়সে আত্মহত্যার মতো ভয়নাক পদক্ষেপ নিল মীরা, তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। খুঁজে বের করার চেষ্টা করছে, আত্মহত্যার আগে সে কোনও চিঠি (সুইসাইড নোট) লিখে গিয়েছিল কি না। তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ডিপ্রেশনে (মানসিক ব্যাধি) ভুগছিল বিজয়-কন্যা। তাঁর রয়েছে আরও এক কন্যা। মীরাই জ্যেষ্ঠ।
প্রাথমিকভাবে এও জানা গিয়েছে, মাঝরাতে মীরার ঘরে ঢুকেছিলেন বাড়ির পরিচারিকা। তিনিই দেখতে পান সিলিং থেকে ঝুলছে মীরার নিথর দেহ। এমন হাড়হিম করা দৃশ্য দেখার পর বাড়ির অন্যান্য সদস্যদের মীরার ঘরে ডেকে আনেন তিনি। মীরাকে তত্ক্ষণাত্ নামিয়ে নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ের একটি হাসপাতালে। সেখানেই চিকিত্সকেরা জানান, মৃত অবস্থাতেই মীরাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দিন কয়েক আগে, একটি প্রতিযোগিতায় অংশ নেন মীরা। সেখানে পুরস্কৃতও হন তিনি। বেশ উত্সাহীও ছিলেন। মেয়ের কৃতিত্বের কথা সোশ্যাল মিডিয়ায় ফলাও করে বলেওছিলেন মা ফাতিমা। মা-ই তাঁর অনুপ্রেরণা, জানিয়েছিলেন মীরা। এত প্রাণবন্ত মেয়ে কীভাবে আত্মহত্যা করে, কীভাবে ডিপ্রেশনে থাকে, তা ভাবাচ্ছে অনেককেই। বিজয় অ্যান্টনি একজন জনপ্রিয় অভিনেতা। তিনি সঙ্গীত পরিচালকও। মূলত, তামিল ছবিতেই কাজ করেন তিনি। ফাতিমা বিজয় অ্যান্টনিকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান। বড় মেয়ে মীরা এবং ছোট মেয়ে লারা। একটি প্রতিযোগিতায় অংশ নেন মীরা। সেখানে পুরস্কৃতও হন তিনি। বেশ উত্সাহীও ছিলেন। মেয়ের কৃতিত্বের কথা সোশ্যাল মিডিয়ায় ফলাও করে বলেওছিলেন মা ফাতিমা। মা-ই তাঁর অনুপ্রেরণা, জানিয়েছিলেন মীরা। এত প্রাণবন্ত মেয়ে কীভাবে আত্মহত্যা করে, কীভাবে ডিপ্রেশনে থাকে, তা ভাবাচ্ছে অনেককেই। বিজয় অ্যান্টনি একজন জনপ্রিয় অভিনেতা। তিনি সঙ্গীত পরিচালকও। মূলত, তামিল ছবিতেই কাজ করেন তিনি। ফাতিমা বিজয় অ্যান্টনিকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান। বড় মেয়ে মীরা এবং ছোট মেয়ে লারা।