নিজস্ব সংবাদ দাতা ৬ অক্টোনাঃ করোনা কালে ভাইরাসের সংক্রমণ আটকাতে স্বাস্থ্য দফতরের তরফ থেকে নির্দিষ্ট কিছু গাইডলাইন প্রকাশ করা হলো যাদের বয়স ৬৫ বছরের বেশি, ১০বছরের নিচে ছোটো শিশু,গর্ভবতী মহিলা যারা কন্টেন মেন জনে জোনে রয়েছে তাদের উৎসবে ঘরে থাকার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দফতর। এছাড়া যেখানে সেখানে থুতু ফেলা যাবেনা।
আরোগ্য সেতু অ্যাপ ফোনে ইনস্টল করে রাখতে হবে। ৪০-৬০ সেকেন্ড সময় নিয়ে হাত ধুতে হবে সাবান দিয়ে।সাবান অপরিষ্কার থাকলে সেক্ষেত্রে ২০ সেকেন্ড যেকোনো অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার লাগাতে হবে। যেকোনো প্রতিমার দর্শন করার আগে থার্মাল টেস্টে যদি কোনো ব্যক্তির গন্ডগোল দেখা যায় তাহলে তাঁকে শান্ত ভাবে বুঝিয়ে মেডিক্যাল কেন্দ্রে পাঠাতে হবে।
আরও পড়ুন… কোভিড-১৯ প্রতিরোধের জন্য আয়ুর্বেদ এবং যোগ-নির্ভর চিকিৎসাগত ব্যবস্থাপনা
পুজো মণ্ডপের থাকা সেচ্ছাসেবকগন এবং দর্শনার্থীরা ফেস কভার মাস্ক ব্যবহার করবেন। এছাড়াও নানা বিষয়ে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে স্বাস্থ্য দফতর।