নিউজ ডেস্ক ১৯অক্টোবর ,২০২০: পুজোর ভিড় নিয়ে রায় দিল হাই কোর্ট। ইতি মধ্যেই দ্বিতীয়া তৃতীয়াতেই ঠাকুর দেখতে ভিড় উপচে পরছে মণ্ডপে মণ্ডপে। এই ক্ষেত্রে রাশ টানতে বিচারপতির বেঞ্চ জানিয়েছে, রাস্তায় ভিড় নিয়ন্ত্রনে সচেতনতা অভিযান চালাতে হবে প্রশাসনকে।
জনস্বার্থে সব প্যান্ডেলেই ব্যারিকেড দিয়ে লেখা থাকবে “No Entry” সাধারণ দর্শক পুজো দেখবেন ভার্চুয়ালে। মণ্ডপে একসাথে ১৫-২৫জনের বেশি মানুষ থাকবেনা। এছাড়াও ছোট প্যান্ডেলে ৫মিটার এবং বড় ক্ষেত্রে ১০ মিটার দূরত্ব রাখতে হবে। পুজো মণ্ডপে শুধুমাত্র থাকতে পারবেন উদ্যোক্তারা। এসব বিষয়ের বাইরেও একাধিক বিষয় খতিয়ে দেখে পুজো মণ্ডপকে দর্শক শূন্য রাখার সিদ্ধান্ত নিল হাইকোর্ট।
আরও পড়ুন… পুজোর মুখে রাজারহাটবাসীর জন্য সুখবর। চালু হল নতুন মিনি বাস রুট।
পুজোর আগে ও পরে সাধারন মানুষের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তিত চিকিৎসক মহল। পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা না থাকায় সাধারণ মানুষের স্বার্থে পুজোর ভার্চুয়াল কভারেজের উপরই ভরসা রাখছে হাইকোর্ট। আদালতের রায়ে কিছু মানুষের মনে খুশি না এলেও যা হচ্ছে ভালোই হচ্ছে তা বলার অবকাশ থাকে না।