নিউজ ডেস্ক, ৫ অক্টোবর, ২০২০:জীব জন্তুর রক্ষক জলহস্তী। হঠাৎ করে এমনটা কেন বললাম। অবাক হচ্ছেন নিশ্চয়ই। যে জলহস্তীকে দেখলে মানুষতো বটেই তবে জন্তুরাও ভয় পালায় সেই জলহস্তীকেই বললাম জীব জন্তুর রক্ষক।
তাঁর জন্য দেখতে হবে এইএকটা হরিণের উপর কিভাবে দুটো হায়না আক্রমণ করেছে দেখুন। ওই দেখুন, ওই পাশ থেকে আরও হায়নার দল ছুটে এসেছে। বেচারা একা হরিণ, হায়নাদের দলের সাথে আর পেরে উঠছিল না। ভেবেছিল যে আজকেই প্রাণ টা যাবে। কিন্তু তখনই ওই দিক থেকে একটা জলহস্তি ছুটটে এসে হায়নাগুলোকে তারিয়ে দিল। এ যাত্রায় প্রাণে বাঁচল হরিণ। আবার, জলের মধ্যে থেকে কুমির উঠে এসে কেমন ভাবে ওইয়ালড বিস্টের পা কামড়ে ধরে রেখেছে দেখুন। কোনভাবেই ছারছেনা। প্রচুর চেষ্টা করেও বার বার বিফলে যেতে হচ্ছে ওইয়ালড বিস্টকে। ওই দেখুন, ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে কি রকম ভাবে চেষ্টা করছে কুমীরের মুখ থেকে বাঁচার ওইয়ালড বিস্টটি।
আরও পড়ুন… বাস্তবের দু মুখো সাপ! ভাইরাল ভিডিও
কিন্তু শেষ পর্যন্ত জলহস্তীর দলই ছুটে এসে প্রাণে বাঁচায় ওইয়ালড বিস্টটিকে। তাই তো বলা হয়েছে জীব জন্তুর রক্ষক জলহস্তী।