নিউজ ডেস্ক, কলকাতা, ৬ নভেম্বর, ২০২০ :দ্বিতীয় দিনের বাংলা সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সকালে দক্ষিণেশ্বরের মন্দিরে পৌঁছলেন অমিত শাহ ৷
সেখানে মা কালীর কাছে পুজোও দিয়েছেন তিনি৷ গোটা মন্দির চত্বর কড়া নিরাপত্তার নজরদারিতে ছিল তা বলাবাহুল্য৷ মন্দিরে ছিলেন বিজেপির মহিলার মোর্চারাও। উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল ৷ মন্দিরে পুজো দেওয়ার পর অমিত শাহ-র একাধিক কর্মসূচি রয়েছে ৷
বিজেপি কর্মীদের সঙ্গে এবং সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷ এরপর নিউটাউনে বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন তিনি ৷সূত্রের খবর, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে ৷
আরও পড়ুন…লোকাল ট্রেন চালানোর দাবিতে এবার উত্তাল মেচেদা
দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সমাজের বিশিষ্ট জনেদের সঙ্গেও দেখা করবেন তিনি৷ বাংলায় বিজেপি সংগঠন আনতে অমিত শাহ বলেছেন, ‘বাংলা একটি সীমান্তবর্তী রাজ্য৷ বাংলার অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে দেশের নিরাপত্তা জড়িয়ে৷ বাংলার বেকার যুবকদের চাকরি দিতে, গরিবি দূর করতে একবার বিজেপি-কে একটা সুযোগ দিন৷ আমরা সোনার বাংলা গড়ে দেব৷ ‘ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।