দ্বিতীয় দিনের বাংলা সফরে সকাল থেকেই ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী, পুজো দিলেন দক্ষিণেশ্বরে

দ্বিতীয় দিনের বাংলা সফরে সকাল থেকেই ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী, পুজো দিলেন দক্ষিণেশ্বরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, কলকাতা, ৬ নভেম্বর, ২০২০ :দ্বিতীয় দিনের বাংলা সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সকালে দক্ষিণেশ্বরের মন্দিরে পৌঁছলেন অমিত শাহ ৷

সেখানে মা কালীর কাছে পুজোও দিয়েছেন তিনি৷ গোটা মন্দির চত্বর কড়া নিরাপত্তার নজরদারিতে ছিল তা বলাবাহুল্য৷ মন্দিরে ছিলেন বিজেপির মহিলার মোর্চারাও। উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল ৷ মন্দিরে পুজো দেওয়ার পর অমিত শাহ-র একাধিক কর্মসূচি রয়েছে ৷

বিজেপি কর্মীদের সঙ্গে এবং সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷ এরপর নিউটাউনে বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন তিনি ৷সূত্রের খবর, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে ৷

আরও পড়ুন…লোকাল ট্রেন চালানোর দাবিতে এবার উত্তাল মেচেদা

দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সমাজের বিশিষ্ট জনেদের সঙ্গেও দেখা করবেন তিনি৷ বাংলায় বিজেপি সংগঠন আনতে অমিত শাহ বলেছেন, ‘বাংলা একটি সীমান্তবর্তী রাজ্য৷ বাংলার অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে দেশের নিরাপত্তা জড়িয়ে৷ বাংলার বেকার যুবকদের চাকরি দিতে, গরিবি দূর করতে একবার বিজেপি-কে একটা সুযোগ দিন৷ আমরা সোনার বাংলা গড়ে দেব৷ ‘ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

RECOMMENDED FOR YOU.....