নিজস্ব সংবাদদাতা ২৬ নভেম্বর ২০২০: ১৩ বছর আগে খরগ্রাম থানার মারগ্রামের আজিজা বিবির সাথে বিয়ে হয় মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার মহরুণ গ্রামের বাসিন্দা আমবুর সেখের কিন্তু সাংসারিক অশান্তির কারণে বিগত চার বছর আগে থেকেই আজিজা বিবি তাঁর বাপের বাড়িতে থাকত।
এই নিয়ে আগেও অশান্তি বহুবার হয়েছে। আজিজা বিবিকে বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করলে আজিজা বিবি যেতে রাজি হন না। উল্টে খরগাম থানায় জানানো হলে খরগ্রাম থানার পুলিশ আমবুর সেখকে আটক করে নিয়ে যায়। তবে মঙ্গলবার বিকেলে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তারপরেই ঘটে গেল বিপদ। মঙ্গলবার গভীর রাতে আজিজা বিবিকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুন করে আমবুর সেখ এমনটাই অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা আজিজা বিবিকে মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন…কাঠ মিলে ভয়াবহ আগুন, সর্বস্বান্ত মালিক
খরগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। অভিযুক্ত আমবুর সেখ পলাতক এমনটাই এলাকাবাসীরা জানিয়েছেন।