মুখ্যমন্ত্রীর উদ্যেগে মিটতে চলেছে শাটল ককের পালকের সমস্যা 

মুখ্যমন্ত্রীর উদ্যেগে মিটতে চলেছে শাটল ককের পালকের সমস্যা 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মুখ্যমন্ত্রীর উদ্যেগে মিটতে চলেছে শাটল ককের পালকের সমস্যা । শাটল কক তৈরীর ক্ষেত্রে প্রয়োজন সাদ হাঁসের পালক। যদিও এই সাদা হাঁসের পালকের যোগান নিয়ে সমস্যায় পড়েছিল উলুবেড়িয়ার শাটল কক তৈরীর কারিগররা। যদিও এই সাদা হাঁসের পালকের অভাব মেটানোর উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর উদ্যোগেই সমস্যা মিটতে চলেছে সাদা পালকের। এবার ইংল্যান্ড ও স্কটল্যান্ড থেকে বিশেষ প্রজাতির সাঁদা হাসের বাচ্চা হরিনঘাটা ফার্ম হাউসে নিয়ে আসল রাজ্য পশু পালন দপ্তর।

 

সূত্রের খবর ইতিমধ্যে কয়েক হাজার হাঁসের বাচ্চা আনা হলেও আগামী কয়েক মাসের মধ্যে ৫০ হাজার বাচ্চা আনা হবে। হরিনঘাটা ফার্ম হাউসে এইসব হাঁসের বাচ্চা প্রতিপালন করার পর অক্টোবর মাস থেকে এইসব বিশেষ প্রজাতির হাঁসের বাচ্চা বিতরন করা হবে। একসময় হাওড়া জেলার উলুবেড়িয়া, যদুরবেড়িয়া,বানীবন শাটল কক জগত বিখ্যাত ছিল।

 

যদিও পালকের অভাবে উৎপাদন ব্যহত হচ্ছিল। ফলে বাজারে চিনা শাটল ককের দাপট বাড়ছিল। গত বছর হাওড়ার প্রশাসনিক বৈঠকে শাটল ককের সাদা হাঁসের পালকের অভাবের বিষয়টি জানতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি সমস্যা মেটাতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের  উদ্যোগী হতে বলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই এই বিশেষ প্রজাতির সাদা হাঁসের পালকের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করেন পশু পালন দপ্তরের আধিকারিকরা।

 

উদ্যোগ নেন উলুবেড়িয়া চেম্বার অফ কর্মাসের প্রতিনিধিরা। পরিকল্পনা করা হয় ইংল্যান্ড ও স্কটল্যান্ড থেকে হাঁসের বাচ্চা হরিনাঘাটা ফার্ম হাউসে নিয়ে আসার পর সেগুলো প্রতিপালন পরে বড় করা হবে। সেখানে থেকে পালকের যোগান দেওয়া হবে। সূত্রের খবর শাটল কক তৈরীর বিভিন্ন দিক খতিয়ে দেখতে সম্প্রতি পাঁচলায় জেলা শিল্প দপ্তর, উলুবেড়িয়া চেম্বার অফ কর্মাস, ব্যাঙ্কের প্রতিনিধি  ও শাটর কক ব্যাবাসয়ীদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে শাটল কক তৈরীর বিভিন্ন মেশিনপত্র মান বৃদ্ধি করার পাশাপাশি কক তৈরীর কারিগরদের দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়।

আরও পড়ুন – এবার বিজেপি গতবারের থেকে বেশি আসনে জয় পাবে, আত্মবিশ্বাসী হিমন্ত বিশ্বশর্মা

এই প্রসঙ্গে উলুবেড়িয়া চেম্বার অফ কর্মাসের সভাপতি তমাল ঘোষাল এবং সম্পাদক প্রবীর রায় জানান শাটল ককের অন্যতম উপকরন সাদা হাঁসের পালনের যোগানের সমস্যা দেখা দিয়েছিল।  যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়ের উদ্যোগে শটল ককের পালকের অভাব মিটতে চলেছে। বিশেষ প্রজাতির সাদ্ হাসের বাচা হরিনঘাটায় নিয়ে এসে বড় করা হচ্ছে। বর্তমানে হারিনাঘাটা ফার্ম হাউসে কয়েক হাজার মাদার স্টক এসেছে। অক্টোবর মাস নাগাদ এই স্টক থেকে হাঁসের বাচ্চা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠির হাতে তুলে দেওয়া হবে।

 

একটি নির্দিষ্ট সময়ের পর এইসব হাঁস একটি নিদিষ্ট মূল্যে পুনরায় কিনে নেওয়া হবে। পরে সেইসব হাসের সাদা পালক শাটল কক তৈরীর কাজে ব্যবহার করা হবে। তাদের মতে সাদা হাঁসের পালকের যোগান মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছেন তাতে উলুবেড়িয়ার এই শাটল কক শিল্প আবার তার গৌরব ফিরে পাবে। আন্যদিকে শাটল কক ব্যবসায়ীদের মতে পালকের অভাব মিটলে অনেক পরিবারের মুখে হাসি ফুটবে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top