৫৮ -এ পা দিলেন বলিউডের বাদশাহ

৫৮ -এ পা দিলেন বলিউডের বাদশাহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, কলকাতা,২ নভেম্বর,২০২০: আজ ২সরা নভেম্বর। আজকের দিনে ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেছিলেন বলিউডের কিং খান। দিল্লির একটু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বাদশা। এরপর দিল্লিতেই পড়াশোনা ও বড় হয়ে ওঠা।

৮০টির ও বেশি সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতা শাহরুখ খানকে। পুরস্কার ও অর্জন করেছেন অনেক। কমপক্ষে ১৪টি ফিল্ম ফেয়ার পুরস্কার, ২০০২ সালে পেয়েছেন পদ্মশ্রী। এছাড়াও আরো অনেক। কখনো ‘হারকে জিতনে বালে কো বাজিগর খেতে হে’ , আবার কখনো ‘ ডন কো পাকারনা মুশকিল হি নেহি নামুমকিন হে’ এর মতন একধিক সিনেমার বিখ্যাত সংলাপ উপহার দিয়েছেন কিং খান তাঁর অনুগামীদের।


১৯৯৩ সালে বাজিগর ও ডর ছবিতে খলচরিত্রে অভিনয় করে তারকাখ্যাতি পেয়ে যান শাহরুখ খান। ডর চলচ্চিত্রটি খুব সাফল্য লাভ করেছিল। বাজিগর ছবির জন্য তিনি তার ক্যারিয়ারের প্রথম ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার লাভ করেন। ১৯৯৫ সালে মুক্তি পায় শাহরুখ-কাজল জুটির ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। এটি বক্স অফিসের আগের সব রেকর্ড ভাঙে, যার সব কৃতিত্ব পান শাহরুখ খান।

এরপর তাঁর চলচ্চিত্রের মধ্যে রয়েছে ১৯৯৭ সালে দিল তো পাগল হ্যায় , ১৯৯৮ সালে কুছ কুছ হোতা হ্যায় ,২০০০ সালে মোহাব্বতে ,২০০১ সালে কাভি খুশি কাভি গম , ২০০৩ সালে কাল হো না হো এবং ২০০৪ সালে ভীর-জারা ,ও ২০০২ সালে দেবদাস।


এরপর ‘ডন’ সিরিজ এর প্রথম মুভি পাওয়ার পর শাহরুখ খান ‘বলিউড কিং’ উপাধি পান। রোমান্টিক নায়ক হিসেবে খ্যাত হলেও শাহরুখ খান অভিনীত চরিত্রগুলোতে দেখা যায় বিভিন্ন চরিত্রের এক অপূর্ব সংমিশ্রণ। এছাড়াও আরো একাধিক ব্লকবাস্টার সিনেমা কিং খান উপহার দিয়েছেন তাঁর অনুগামীদের।


৫৮’র জন্মদিনে কিং খানের বাংলোর সামনে প্রত্যেক বারের মতন এবারেও তাঁর অনুগামীরা গিয়েছিলেন জনদিনে শুভেচ্ছা জানাতে। এছাড়াও রাজনৈতিক মহল থেকে সিনেমা জগৎ সকলেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড বাদশা’হ কে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top