ফের হাতে অস্ত্র তুলে নেওয়ার বার্তা হিন্দু সংগঠনের নেতার। শ্রীরাম সেনা নামে এক সংগঠনের জাতীয় সভাপতি প্রমোদ মুথালিক বলেছেন সব হিন্দু বাড়িতে তলোয়ার রাখা জরুরি। ঘরের মেয়েদের রক্ষা করতে অস্ত্র রাখার বার্তা দিয়েছেন তিনি। তিনি বার্তা দিয়েছেন যে বাড়ির মেয়েদের রক্ষা করতে সবসময় ঘরে অস্ত্র রাখুন হিন্দুরা। এমন ভাবে ঘরে অস্ত্রটা রাখবেন যাতে বাড়িতে এলে সহজে কারোর নজরে না পড়ে। অর্থাৎ বাড়িতে যে অস্ত্র রয়েছে সেটা গোপন করে রাখার পরামর্শ দিয়েছেন। সেই তিনি অভয় দিয়ে বলেছেন, বাড়িতে অস্ত্র রাখার অর্থই কাউকে হত্যা করা নয়।
কাজেই বাড়িতে পুলিশ এসে অস্ত্র দেখলে গ্রেফতার করে নিয়ে যাবে এমন হবে না। ট্রাক্টর-বই পুজো করার থেকে জরুরি ঘরে অস্ত্র রাখা। অস্ত্রপুজোর জন্য ঘরে অস্ত্র রাখা হয়। কাজেই পুলিশ এফআইআরে অস্ত্র পুজোর কথা বলতে পারবে না এমনই মন্তব্য করেছেন তিনি। তারাই থানায় অস্ত্রের পুজো করে বলে দাবি করেছেন এই হিন্দু নেতা। তারা যদি অস্ত্রের পুজো করতে পারে তাহলে হিন্দুরা ঘরে অস্ত্র রাখলে অপরাধ কেন হবে। প্রশ্ন তুলেছেন তিনি।
উল্লেখ্য, শ্রীরাম সেনা নামে এক সংগঠনের জাতীয় সভাপতি প্রমোদ মুথালিক বলেছেন সব হিন্দু বাড়িতে তলোয়ার রাখা জরুরি। ঘরের মেয়েদের রক্ষা করতে অস্ত্র রাখার বার্তা দিয়েছেন তিনি। তিনি বার্তা দিয়েছেন যে বাড়ির মেয়েদের রক্ষা করতে সবসময় ঘরে অস্ত্র রাখুন হিন্দুরা। এমন ভাবে ঘরে অস্ত্রটা রাখবেন যাতে বাড়িতে এলে সহজে কারোর নজরে না পড়ে। অর্থাৎ বাড়িতে যে অস্ত্র রয়েছে সেটা গোপন করে রাখার পরামর্শ দিয়েছেন। সেই তিনি অভয় দিয়ে বলেছেন, বাড়িতে অস্ত্র রাখার অর্থই কাউকে হত্যা করা নয়।
আরও পড়ুন – পৌরসভার উদ্যোগে স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন
কাজেই বাড়িতে পুলিশ এসে অস্ত্র দেখলে গ্রেফতার করে নিয়ে যাবে এমন হবে না। ট্রাক্টর-বই পুজো করার থেকে জরুরি ঘরে অস্ত্র রাখা। অস্ত্রপুজোর জন্য ঘরে অস্ত্র রাখা হয়। কাজেই পুলিশ এফআইআরে অস্ত্র পুজোর কথা বলতে পারবে না এমনই মন্তব্য করেছেন তিনি। তারাই থানায় অস্ত্রের পুজো করে বলে দাবি করেছেন এই হিন্দু নেতা। তারা যদি অস্ত্রের পুজো করতে পারে তাহলে হিন্দুরা ঘরে অস্ত্র রাখলে অপরাধ কেন হবে। প্রশ্ন তুলেছেন তিনি। অস্ত্র তুলে