উত্তর ২৪পরগণা: খড়দহে বিদায়ী কাউন্সিলারের বাড়িতে বোমা মারলো দুস্কৃতিরা। বোমাবাজির ঘটনা নিয়ে শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। উত্তর ২৪ পরগনার খড়দহ কুলিন পাড়ায় ২১ নং ওয়ার্ডের পৌরমাতা দোলা দাসের বাড়িতে বোমাবাজি।
অভিযোগ গত শনিবার কাউন্সিলরের দেওয়রের সাথে তাদের সম্পত্তি নিয়ে বিবাদ হয় সেই ঘটনার সাথে দলের ۔۔ একাংশ যুক্ত বলে অভিযোগ করেন। ۔۔সেই ঝামেলার জেরেই এই বোমাবাজির ঘটনা বলে অভিযোগ করেন কাউন্সিলার দোলা দাস। তার বৃদ্ধা শ্বাশুড়ি অনিতা দাস আতঙ্কে রয়েছে বলে জানান।
অন্যদিকে খড়দহ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বনিক অভিযোগের আঙুল তোলেন পুর প্রশাসক কাজল সিনহার অনুগামীদের দিকে। তিনি আরও বলেন আগামী দুমাসের মধ্যে খড়দহ থেকে উঠে যাবে তৃণমূল কংগ্রেস। তবে এ বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি পুর প্রশাসক কাজল সিনহা।