নিউজ ডেস্ক ৫ অক্টোবর:বিজেপি নেতা মনীষ শুক্লার খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, মনিষ শুক্লার পরিবার জানিয়েছেন, মণীশ শুক্লার দুজন নিরাপত্তারক্ষী থাকতেন। এবং তাঁরা গত ৭দিন ধরে ছুটিতে রয়েছেন।তাই রীতিমতো পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। থানার সামনেই এই ঘটনা ঘটার পর কাউকে গ্রেফতার না করায় স্বভাবতই পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।
রবিবার সন্ধ্যায় টিটাগড়ে খুন হয়েছেন অর্জুন ঘনিষ্ট বিজেপি নেতা মনীষ শুক্লা। সিসিটিভি ফুটেজ অনুযায়ী,রবিবার সন্ধ্যায় একদল দুষ্কৃতি এসে হঠাৎ ই মনীষ শুক্লার উপর আক্রমণ করে। টিটাগড় থানার সামনেই প্রকাশ্যে ১৩ থেকে ১৪ রাউন্ড গুলি করে খুন করা হয়েছে। বাইকে করে একদল দুষ্কৃতী এসে হঠাৎই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। জানা গিয়েছে মাথা ও বুকে ৬টি গুলি লেগেছিল তাঁর। গুলি লাগার পর মাটিতে লুটিয়ে পরেছিলেন। এরপরেই কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে আসা হলে মাঝ রাস্তাতেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর অর্জুন সিং জানিয়েছেন, পুলিশ এবং শাসক দল ষড়যন্ত্র করে এই খুন করেছে। যদিও এই অভিযোগ তৃণমূল নেতা পার্থ ভৌমিক সম্পূর্ণ অভিযোগ খারিজ করে দিয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ ছাড়াও বেশকিছু দাবিতে, ৮ অক্টোবর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি।
আরও পড়ুন… বহরমপুরের পর এবার বারাসতে পোড়ানো হল যোগীর কুশপুতুল
গুলিবিদ্ধ নিহত বিজেপি নেতা মনিষ শুক্লার বাড়িতে গেলেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপি সর্বভারতীয় নেতা মুকুল রায়, নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ । ঘটনায় কৈলাস বিজয়বর্গীয় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন । এই ঘটনায় আজ ১২ ঘন্টার বন্ধ ডেকেছে ব্যারাকপুরে।