নিউজ ডেস্ক, মুর্শিদাবাদ, ৯ অক্টোবর, ২০২০ :মুর্শিদাবাদ বহরমপুর কোটে বিচারকদের দীর্ঘদিনের দাবি ছিলো তাঁদের নতুন একটি এ সি জি এম কোর্ট চালু করতে হবে । সেই দাবিই আজ পূর্ণ হয়েছ। বিচাররক পার্থ সারথির নেতৃত্বে মুর্শিদাবাদের কোর্টে চালু করা হল এ সি জি এম কোর্ট।
প্রসঙ্গত, বহরমপুর কোটে বিচারকরা অনেকদিন ধরেই নতুন এ সি জি এম কোর্ট দাবি করেছিলেন মাননীয় বিচাররক পার্থ সারথি কাছে ।আজ তাদের স্বপ্ন পূরণ হলো । বার কাউন্সিল সেক্রেটারি মিন্টু বিশ্বাস জানিয়েছেন, যেভাবে কেশ জমা হচ্ছে তাতে কাজের অনেক দেরি হয়ে যাচ্ছে ।
আরও পড়ুন…লাদাখে শহীদের পরিবারকে সাড়ে পাঁচ লক্ষ টাকা অনুদান রাজ্যপালের
মানুষের বিচার পেতে অনেক সময় লেগে যাচ্ছে । সেই কারণে নতুন করে এ সি জি এম কোর্ট খোলার অনুরোধ করেছিলেন তাঁরা । এরফলে সাধারণ মানুষ মনে করছেন খুব তাড়াতাড়ি আবার বিচার পাওয়া যাবে ।