নিজস্ব সংবাদদাতা ১০ ডিসেম্বর ২০২০ উত্তর দিনাজপুর: ভারতবর্ষের সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়ার প্রতি কটুক্তি করার প্রতিবাদে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা করল উত্তর দিনাজপুর প্রেসক্লাব। দুপয়সার সাংবাদিক বলে সাংবাদিকদের কটুক্তি করে সমস্ত সাংবাদিকদের অপমান করেছেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।
এরই প্রতিবাদে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে অভিনব বিক্ষোভ কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা প্রেসক্লাব। ” আমি দুপয়সার সাংবাদিক, আমি গর্বিত ” এই পোস্টার লিখে বুকে নিয়ে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানালো উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সমস্ত সাংবাদিকেরা। সাংবাদিকদের উদ্দেশ্যে করা বিরূপ মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সাংবাদিক মহলে। প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের সর্বস্তরের সাংবাদিক মহল। সমাজের বুদ্ধিজীবীরাও সমালোচনায় মুখর হয়েছেন। সমালোচনার ঝড় উঠেছে সাংবাদিক মহলেও। মহুয়া মৈত্রের এহেন আচরণ নিয়ে মুখ খুলেছেন তৃনমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী। এবার তৃনমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংবাদিকদের উদ্দেশ্যে ( দুপয়সার সাংবাদিক) মন্তব্যের প্রতিবাদে জানিয়ে ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলে প্রতিবাদ সভা করল উত্তর দিনাজপুর প্রেসক্লাব। জেলার রায়গঞ্জ, ইসলামপুর, কালিয়াগঞ্জ শহরেও সাংবাদিকেরা প্রতিবাদে মুখর হয় সবকটি বৈদ্যুতিন মাধ্যম ও সংবাদপত্র এবং পোর্টাল নিউজের সাংবাদিকেরা । উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক অলিপ মিত্র বলেন, কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র যেভাবে কটুক্তি করে সাংবাদিকদের অপমান করেছেন তার আমরা তীব্র নিন্দা করছি। জেলার সমস্ত সাংবাদিকেরা আজ প্রতিবাদ সভা করেছে। প্রেসক্লাবের সভাপতি অমিত সরকার জানিয়েছেন অবিলম্বে সাংসদ মহুয়া মৈত্র নিঃশর্ত ক্ষমা না চাইলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দলোনের পথে নামবে প্রেসক্লাবের সদস্যরা।
আরও পড়ুন…ডায়মন্ড হারবার যাওয়ার পথে ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন জেপি নাড্ডা
বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে প্রতিবাদ সভা করে উত্তর দিনাজপুর প্রেসক্লাব