নিউজ ডেস্ক ২১ অক্টোবর ২০২০: করোনা আবহে চারিদিকের হাল বেহাল। তার উপরে দুর্গাপুজোর পঞ্চমী। করোনা সংক্রমণ যে গতিতে বেড়ে যাচ্ছে তাতে আশঙ্কা পুজোর পর সংক্রমণ বাড়বে কমবেনা।
নবান্ন সূত্রের খবর, রাজ্যের সব সরকারি হাসপাতালে আরও ১৬৩৯টি এবং আইসিইউতে অতিরিক্ত ৫৩৫টি বেডের ব্যাবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিরখরচে চিকিৎসা করাতে পারবেন আক্রান্ত রোগীরা।
আরও পড়ুন…এবার মা দুর্গা মত্যে এলে আর ফিরবেনা কৈলাসে
দর্শকশূন্য মণ্ডপে পুজোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তার স্বতেও যেভাবে প্যান্ড্যালের সামনে মানুষের ভিড় বাড়ছে তাতে আগামী দিনে সংক্রমণ অনেকটাই বাড়বে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে বাংলায় দৈনিক সংক্রমণ ও দৈনিক মৃতের সংখ্যা আগের চেয়ে বেড়ে গিয়েছে।