নিউজ ডেস্ক ২৬ অক্টোবর ২০২০: দেখতে দেখতে কেটে গেল দুর্গাপুজো। মাকে বিদায় দিতে সবার
মনেই বিষণ্ণতার সুর। তবে বিষণ্ণতার মাঝেও মিলেছে স্বস্থির খবর। কমেছে দৈনিক করোনা সংক্রমণ।
রবিবারের পর সোমবার সকালে কমলো দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের সূত্রের খবর অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৪৫ হাজার ১৪৯জন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ লক্ষ ৯ হাজার ৯৬০জন। একদিনে মৃত্যু হয়েছে ৪৮০ জনের। গত ২৪ঘণ্টায় করোনাকে হারিয়েছেন ৫৯ হাজার ১০৫ জন।
আরও পড়ুন…চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়
যার দরুন মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১লক্ষ ৩৭হাজার ২২৯জন। দেশে করোনা ভাইরাসের থাবায় মৃতের হার ও আগের চেয়ে কম। যার ফলে স্বস্থিতে মানুষজন। পুজোর মরশুমে দেশে সুস্থতার হার বাড়ায় খুশি মানুষ জন।