নিজস্ব সংবাদদাতা ৫ নভেম্বর ২০২০ঃ ১০০ দিনের কাজে কাটমানি দিতে অস্বীকার করায় ধারালো অস্ত্রের কোপে ঘায়েল করা হলো ৬০ বছর বয়সী ছেপি বাউড়ি নামে এক বৃদ্ধ মহিলাকে। ঘটনার পর বৃহস্পতিবার ওই মহিলা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছেলে রমেশ বাউরির অভিযোগ, একশো দিনের কাজের প্রাপ্য হিসেবে কিছু টাকা ঢুকেছিল তাঁর মায়ের অ্যাকাউন্তে। বুধবার রাতে তৃণমূলের লোকজন এই কাটমানি চাইতে আসে আর তাঁর মা তা দিতে অস্বীকার করার পরেই আক্রমণ করা হয় ধারালো অস্ত্র দিয়ে। ঘটনার পর প্রথমে নাকরা কন্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, পরে ভর্তি করা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
আরও পড়ুন…জিততে পারেন বাইডেন,মসনদ ছাড়তে রাজি নয় ট্রাম্প
যদিও এই ঘটনাকে তৃণমূলের তরফ থেকে অস্বীকার করে বলা হয়েছে যে, মদ খাওয়া নিয়ে গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে। এখানে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই অথবা তৃণমূলের কোন সম্পর্ক নেই। সম্পূর্ণ ঘটনাটি পারিবারিক ঘটনা।