প্রধান শিক্ষক দীর্ঘদিন বিদ্যালয়ে না আসায় বিক্ষোভে অভিভাবকরা। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে বিক্ষোভে উত্তাল অভিভাবকেরা। দীর্ঘদিন ধরে তিনি অনিয়মিত ভাবে বিদ্যালয়ে আসায় পঠনপাঠনের মান পড়ে গিয়েছে।এই অভিযোগে শুক্রবার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
ঘটনাটি ঘটেছে মালদহ জেলার রতুয়া ২ নম্বর ব্লকের আড়াই ডাঙ্গা চক্রের মির্জাতপুর প্রেম লাল প্রাথমিক বিদ্যালয়ে। প্রধান শিক্ষক মনোজ মিত্র দীর্ঘদিন ধরে স্কুলে আসেন না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রধান শিক্ষক মাসে একদিন স্কুলে আসেন। তা ছাড়া স্কুলের, বিভিন্ন পরিকাঠামোয় ত্রুটির অভিযোগে অভিভাবকরা উপস্থিত হন আজ স্কুলে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্মল বিদ্যালয় প্রকল্পের ছবি উল্টো করে স্কুলে টাঙ্গানো রয়েছে। স্কুলের ক্লাসরুম নোংরায় পরিপূর্ণ। স্কুলের শৌচালয় এর ভগ্ন দশা।
আরও পড়ুন – বিজেপির গঙ্গা আরতিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বাবুঘাট
দীর্ঘ দুই বছর ধরে ইস্কুলের পানীয় জলের যে কল সেটি পুরোপুরি খারাপ হয়ে রয়েছে। স্কুলের বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে অভিভাবকরা গত এক মাস আগে আড়াইডাঙ্গা চক্রের অবর বিদ্যালয়ে পরিদর্শক আবু হাসেন কৌশিককে অভিযোগ জানান। অভিযোগ জানানো সত্বেও প্রধান শিক্ষক মনোজ মিত্র স্কুলে উপস্থিত হন না। প্রধান শিক্ষক মনোজ মিত্রের বদলির দাবি নিয়ে স্থানীয় অভিভাবকরা আজ বিক্ষোভ করেন।
এছাড়াও স্থানীয় অভিভাবকদের দাবি যেন পড়াশোনা সঠিকভাবে হয়,এই সমস্ত অভিযোগ নিয়ে স্কুলের বাকি শিক্ষকদের কাছেও অভিযোগ জানান। ব্যাপারে বিদ্যালয়ের এক অভিভাবক সুখময় সাহা জানান, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক বিদ্যালয় আসেন না বারবার অভিযোগ জানিয়েও এখনো পর্যন্ত কোনো সূরাহা হয়নি। স্কুলের পরিকাঠামোর বেহাল দশা, শ্রেণী কক্ষ নোংরায় ভর্তি,শৌচাগারের ভগ্ন দশা। তাই আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বদলি দাবি করেছি। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষকের ফোনে যোগাযোগ করলে তিনি কিছু জানাতে অস্বীকার করেন।
উল্লেখ্য, প্রধান শিক্ষক দীর্ঘদিন বিদ্যালয়ে না আসায় বিক্ষোভে অভিভাবকরা। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে বিক্ষোভে উত্তাল অভিভাবকেরা। দীর্ঘদিন ধরে তিনি অনিয়মিত ভাবে বিদ্যালয়ে আসায় পঠনপাঠনের মান পড়ে গিয়েছে।এই অভিযোগে শুক্রবার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।