নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার পুলিশ এক বড়সড় ডাকাতির ঘটনার কিনারা করলো। সেই সঙ্গে চার দুর্ধর্ষ ডাকাতকেও গ্রেফতার করল পুলিশ। সূত্রে প্রকাশ, এই সব দুর্ধর্ষ ডাকাতের দলটি ব্যাঙ্ক, পেট্রোল পাম্প, সোনার দোকান সহ বিভিন্ন বিত্তশালীদের বাড়ী ডাকাতি সহ চুরি ছিনতাই ও ছোটখাটো দোকান চুরির কাজে লিপ্ত। বৃহস্পতিবার গভীর রাতে এলাকার একটি বাজার, দুটি মদের ঠেক,ও ওড়িষার বর্ডার থেকে মোট চার ডাকাতকে গ্রেতার করে পুলিশ। হানা দেওয়ার সময় আরো বেশ কয়েক জন ডাকাত চম্পট দেয়। তাদের তল্লাশি চলছে। ধৃতরা হল কাঁথি দুরমুঠের বাসিন্দা সেক আসিফ উদ্দিন, মারিশদা থানার ছোট রসুলপুর গ্রামের পুষ্পেন্দু দোলাই, গৌতম মাইতি ও নয়ন দোলাই। আজ ধৃতদের কাঁথি আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জানা যায় কাঁথির এক সোনা ব্যবসায়ী গত ৫ ই সেপ্টেম্বর দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় কাঁথি রেল ক্রসিং এর কাছে কয়েক জনের ডাকাত দল হানা দেয়। ওই ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ভোরি সোনার গহনা সহ লক্ষাধিক টাকা ছিনতাই করে। এরপর অভিযোগ পেয়ে কাঁথি থানার পুলিশ তদন্তে নেমে প্রথমে এক যুবককে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকীদের সন্ধান পায়। গতকাল রাতে অভিযান চালিয়ে চার জনকে হাতেনাতে পাকড়াও করে। ঘটনায় বেশ কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে ওই চার ডাকাত কে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এক বড়সড় ডাকাতির ঘটনার কিনারা করলো কাঁথি থানার পুলিশ
এক বড়সড় ডাকাতির ঘটনার কিনারা করলো কাঁথি থানার পুলিশ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram