পাচারের পূর্বে পুলিশের হাতে পাকড়াও উট বোঝাই লড়ি। বাংলাদেশে পাচারের পূর্বে দক্ষিণ দিনাজপুরে পুলিশের হাতে আটক লড়ি সমেত ১১টি উট, গ্রেপ্তার লড়ির চালক। জানা গেছে ,গভীর রাত্রে উট বোঝাই একটি লড়ি হরিরামপুর চেক পোস্ট দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রবেশ করার চেষ্টা করছিল। সেই সময় পুলিশের নাকা চেকিং পোস্টে লড়িটিকে আটকায় পুলিশ কর্মীরা। এরপর দেখা যায় লড়িটির মধ্যে একাধিক উট রয়েছে।
যার পরে পুলিশ লড়ি সমেত উটগুলিকে আটক করে বংশীহাড়ি থানায় নিয়ে আসার পাশাপাশি লড়ির চালক দ্বিজেন্দ্র সিং-কেও আটক করে। সূত্র মারফৎ জানা গেছে রাজস্থান থেকে উটগুলিকে আনা হয়েছিল। এও জানা গেছে লড়িতে থাকা ১১টি উটের মধ্যে ২টি উট মৃত। উদ্ধার হওয়া উটগুলির আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। পুলিশ ধৃত দ্বিজেন্দ্র সিং-কে শুক্রবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করলে আদালত দ্বিজেন্দ্র সিং-কে ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয়।
গঙ্গারামপুর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন পুলিশের কাছে খবর ছিল যে একটি লড়ি করে উট নিয়ে আসা হচ্ছে, যার পরে পুলিশ লড়ি ভর্ত্তি উটগুলিকে উদ্ধার করে। তিনি বলেন উটগুলিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে অনুমান করে বলা সঠিক হবে না, নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে, তদন্ত চলছে।
আরও পড়ুন – কোন অস্থায়ী বনকর্মীকে স্থায়ী করা যাবে না, স্পষ্ট বার্তা জ্যোতিপ্রিয় মল্লিকের
উল্লেখ্য, বাংলাদেশে পাচারের পূর্বে দক্ষিণ দিনাজপুরে পুলিশের হাতে আটক লড়ি সমেত ১১টি উট, গ্রেপ্তার লড়ির চালক। জানা গেছে ,গভীর রাত্রে উট বোঝাই একটি লড়ি হরিরামপুর চেক পোস্ট দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রবেশ করার চেষ্টা করছিল। সেই সময় পুলিশের নাকা চেকিং পোস্টে লড়িটিকে আটকায় পুলিশ কর্মীরা। এরপর দেখা যায় লড়িটির মধ্যে একাধিক উট রয়েছে। যার পরে পুলিশ লড়ি সমেত উটগুলিকে আটক করে বংশীহাড়ি থানায় নিয়ে আসার পাশাপাশি লড়ির চালক দ্বিজেন্দ্র সিং-কেও আটক করে। সূত্র মারফৎ জানা গেছে রাজস্থান থেকে উটগুলিকে আনা হয়েছিল।
এও জানা গেছে লড়িতে থাকা ১১টি উটের মধ্যে ২টি উট মৃত। উদ্ধার হওয়া উটগুলির আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। পুলিশ ধৃত দ্বিজেন্দ্র সিং-কে শুক্রবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করলে আদালত দ্বিজেন্দ্র সিং-কে ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয়। গঙ্গারামপুর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন পুলিশের কাছে খবর ছিল যে একটি লড়ি করে উট নিয়ে আসা হচ্ছে, যার পরে পুলিশ লড়ি ভর্ত্তি উটগুলিকে উদ্ধার করে। তিনি বলেন উটগুলিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে অনুমান করে বলা সঠিক হবে না, নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে, তদন্ত চলছে।