নিউজ ডেস্ক ৩১ অক্টোবর ২০২০: আজকাল মানুষ ব্যস্ত অনলাইনে। সে শপিং হোক কি
খাওয়ার অর্ডার সব কিছুতেই ভরসা অনলাইন। অনলাইনে খাওয়ার অর্ডার দিয়েছিলেন এক ইংল্যান্ডবাসী । খাবার পৌঁছলো নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু খাওয়ার পৌঁছে দিলেন এক পুলিশকর্মী।
যা দেখে রীতিমতো হতবাক হয়েছেন ব্যাক্তি। এরকম চমক দেখার কারণ জানতে গেলে দেখা যায় নেশা করে গাড়ি চালাচ্ছিল ফুড ডেলিভারি বয়। তার পাশাপাশি গাড়ির লাইসেন্স এবং বিমার কাগজ চার্জ করলে সব নথিই জাল বেরোয়।
আরও পড়ুন…হু হু করে বেরিয়ে যাচ্ছে হাজার হাজার কিউসেক জল, দুর্গাপুর ব্যারেজের ৩১নং গেট ভাঙ্গায় বিপত্তি
তাই তাকে গ্রেফতার করা হয় কিন্তু গ্রেফতারের পরেই নজরে আসে গাড়ির মধ্যে রয়েছে খাবারের প্যাকেট। ক্রেতা যাতে খাবার থেকে বঞ্চিত না হন তার জন্য খাওয়ারের প্যাকেট পৌঁছে দিলেন কর্তব্যরত পুলিশকর্মী। পরে এই দায়িত্ব পালনের কথা সোশ্যাল মিডিয়ায় জানানো হলে প্রশংসা করেছেন সকলেই।