নিউজ ডেস্ক ২১ অক্টোবর ২০২০ঃ পূজোর রায়ে কিছু অদল বদল হলেও দর্শক শূন্য রাখতে হবে মণ্ডপ এই রায়তেই বহাল রইলো হাইকোর্ট। করোনা আবোহে সব পূজো প্যান্ডেলকে ঘিরে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এছাড়াও সিঁদুর খেলাতে কোন অনুমতি পাওয়া গেলনা। বড় পূজোয় প্রবেশের জন্য ৬০জনের তালিকা হলেও একসাথে থাকতে পারবেন সর্বোচ্চ ৪৫জন। কম মাপের মণ্ডপে ১৫জনের তালিকা হলেও একসঙ্গে থাকতে পারবেন ১০জন। এর পাশাপাশি উদ্যোক্তা এবং স্থানীয়দের তালিকা রোজ আপডেট করতে হবে। ঢাকিরা থাকবেন নো এন্ট্রি জোন।
আরও পড়ুন…লাগামছাড়া করোনা সংক্রমণ, ফের ধরপাকড় শুরু করলো পুলিশ
এছাড়া এর থেকে বেশী পরিবর্তন হলে স্থানীয়দের যাতায়াতে অনেক সমস্যা হতে পারে। তাই সব জায়গায় ঘিরে দেওয়া অসম্ভব জানিয়েছে ফোরাম ।তবে ঢাকিদের ও সুরক্ষা দিতে হবে এমনটাই নির্দেশ দিলেন হাইকোর্টের অরিজিৎ বন্দোপাধ্যায়, সঞ্জীব বন্দোপাধ্যায়।