আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত

আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা, ০৫ অক্টোবর, ২০২০: জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা জেইই ২০২০’তে প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে মোট ১ লক্ষ ৫০ হাজার ৮৩৮ জন প্রার্থী পরীক্ষায় বসেন। এই পরীক্ষায় ৪৩ হাজার ২০৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৬ হাজার ৭০৭ জন মহিলা।

২০২০’র জিইই অ্যাডভান্স পরীক্ষার অভিন্ন ক্রমতালিকায় সবার ওপরে রয়েছেন – আইআইটি বম্বে জোনের শ্রী চিরাগ ফালোর। পরীক্ষার দুই পত্র মিলিয়ে মোট ৩৯৬ নম্বরের মধ্যে শ্রী ফালোর ৩৫২ নম্বর পেয়েছেন। মহিলাদের ক্রমতালিকায় প্রথম স্থান পেয়েছেন আইআইটি রুরকি জোনের মিস কনিষ্কা মিত্তল। অভিন্ন ক্রমতালিকায় মিস মিত্তল সপ্তদশ স্থান পেয়েছেন। মোট ৩৯৬ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৩১৫। আইআইটি খড়্গপুর জোনের সর্বভারতীয় স্তরে প্রথম ১০০ জনের মধ্যে ৮ জন, প্রথম ২০০ জনের মধ্যে ১৬ জন, প্রথম ৩০০ জনের মধ্যে ২৪ জন এবং প্রথম ৫০০ জনের মধ্যে ৫৪ জন রয়েছেন। এই জোনে মহিলাদের মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম হয়েছেন অনুষ্কা। অভিন্ন ক্রমতালিকায় তিনি ১৭৭ নম্বরে রয়েছেন।আইআইটি খড়্গপুর জোনে প্রথম ৫ জন স্থানাধিকারী হলেন – সমরথ আগরওয়াল, সঙ্কল্প পরাসর, ওজস্বিনী জৈন, রৌনক ডালমিয়া এবং তানিশ জাভেদ।

আরও পড়ুন…স্মার্ট প্রযুক্তির সফল উৎক্ষেপণ

অভিন্ন ক্রমতালিকায় এদের স্থান যথাক্রমে ২৫, ২৯, ৩৯, ৫২ এবং ৬৯। গণিত, ভৌত বিজ্ঞান এবং রসায়ন – এই ৩টি বিষয়ে প্রাপ্ত নম্বর একত্রিত করে মোট নম্বরের তালিকা স্থির করা হয়। অবশ্য, প্রত্যেক প্রার্থীকে বিষয়-ভিত্তিক সন্তোষজনক নম্বর পাওয়ার পরই তাঁকে ক্রমতালিকায় সংযোজনের বিষয়ে বিবেচনা করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top