নিজস্ব সংবাদদাতা ২৯ ডিসেম্বর ২০২০ দুর্গাপুর: দুর্গাপুর ৩৪ নম্বর ওয়ার্ডের কাদারোড এলাকায় পঁচাগলা বস্তাবন্দী এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
এলাকার এক পরিবার মৃতদেহ শনাক্ত করে নিজেদের পরিবারের সদস্য বলে দাবি করেন পুলিশের কাছে। তাঁদের দাবি ওই যুবকের নাম মঙ্গল বাউড়ি। বয়স ৩২ । ওই এলাকার বাসিন্দা। প্রায় চার মাস ধরে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। দুর্গাপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।