নিউজ ডেস্ক, ৫ অক্টোবর,২০২০ : ১৫ অক্টোবর থেকে খুলে যাচ্ছে স্কুল। নয়া গাইডলাইন অনুযায়ী ১৫ অক্টোবরের পর থেকে ধাপে ধাপে স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে ৷ এবার কীভাবে চলবে স্কুল সেই সংক্রান্ত এসওপি জারি করেছে শিক্ষামন্ত্রক ৷
গাইডলাইনে বলা হয়েছে, স্কুল-কলেজ খোলার আগে তা সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করতে হবে। স্কুল কলেজের ক্লাসরুম, আসবাবপত্র, থেকে শুরু করে স্কুল ক্যাম্পাসের প্রতিটি কোণা, ক্যান্টিন থেকে শুরু করে জলের ট্যাঙ্ক অতি অবশ্য পরিষ্কার করে জীবাণুমুক্ত করতে হবে ৷ এর জন্য প্রতিটি স্কুল একটি টাস্কফোর্স গঠন করবে ৷ এই টাস্কফোর্স সমস্ত এমারজেন্সি কেয়ারের দায়িত্বে থাকবে ৷ পড়ুয়াদের স্কুল আসা যাওয়ার ক্ষেত্রে যে বাস বা পুলকারগুলি দায়িত্বে থাকবে তারও স্যানিটাইজেশনে নজর দিতে হবে ৷এবং স্কুল খোলার পর করোনা আবহে মিড ডে মিল তৈরি ও বিতরণের ক্ষেত্রেও অতিরিক্ত সাবধানতা নেওয়ার কথা বলা৷
স্কুল কলেজ খোলার পর ক্লাস শুরু হলে পড়ুয়া সহ শিক্ষক শিক্ষাকর্মীদেরও সোশ্যাল ডিসট্যান্স মেনে চলতে হবে ৷ স্কুল পড়ুয়া ও শিক্ষক সবাইয়ের ক্ষেত্রেই মাস্ক বাধ্যতামূলক বলে জানানো হয়েছে৷