সাগর থেকে পাহাড় পদযাত্রা মালদহে পৌঁছবে ১৬ জানুয়ারি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ভারত জোড়া যাত্রার অঙ্গ হিসেবে ‘সাগর থেকে পাহাড় ‘ পদযাত্রা মালদহে এসে পৌঁছাবে ১৬ই জানুয়ারি। ১৬ ই জানুয়ারি মালদহের বৈষ্ণবনগর থানার টাউনশিপ মোড় থেকে ওই পদযাত্রায় সামিল হবেন কংগ্রেসের জেলা নেতৃত্ব।
এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে কংগ্রেসের দলীয় কার্যালয় হায়াত ভবনে সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের মালদহ জেলা সাধারণ সম্পাদক ও প্রাক্তন বিধায়ক ইশা খান চৌধুরী জানান, বিগত ২৮শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার অঙ্গ হিসাবে পাহাড় থেকে সাগর পদযাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলা অতিক্রম করেছে।
মালদহে এই পদযাত্রায় এসে পৌঁছাবে ১৬ই জানুয়ারি ।১৬ এবং ১৭ এই দুই দিন ধরে মালদহে পদযাত্রা চলবে। ১৬ই জানুয়ারি মালদহের বৈষ্ণবনগর থানার টাউনশিপ মোড়ে জমায়েত হয়ে এই পদযাত্রায় শামিল হবেন মালদহের কংগ্রেস কর্মী ও নেতৃত্ব। এই পদযাত্রায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী উপস্থিত থাকবেন, এছাড়াও থাকবেন প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য সহ কংগ্রেসের রাজ্য স্তরের প্রথম শাড়ির নেতৃত্বরা। প্রথম দিন ১৬ তারিখ পদযাত্রা টাউনশিপ মোড় থেকে শুরু হয়ে দীর্ঘ কুড়ি কিলোমিটার হেঁটে কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুরে এসে থামবে। সেখানে একটি সভা হবে ।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর নজরে এবার প্রবীণরা,নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর
তারপর সেখানে রাত্রি যাপন। বাইরে থেকে যারা আসবেন তারা সেখানে রাত্রি যাপন করবেন। ১৭ তারিখ সুজাপুর থেকে শুরু হয়ে সেই পদযাত্রা মালদহ শহরের উপর দিয়ে মালদহ থানার মঙ্গলবাড়ী মোড়ে জমায়েত হবে। সেখানেও একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে হাজারে হাজারে লোক তাদের এই পদযাত্রায় শামিল হবেন। পাশাপাশি তিনি জানান এই পদযাত্রায় শামিল হবার জন্য দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের কাছে আবেদন জানানো হয়েছে।