নিউজ ডেস্ক ২৭ অক্টোবর ২০২০:গতকালের বেল ডাঙ্গার নৌকাডুবি ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, বেলডাঙ্গার হাজরা বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জনে দুটি নৌকা একসঙ্গে ডুবে যায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, নৌকার মাঝি যখন বারংবার বারণ করছিলেন একসঙ্গে এতজনকে নৌকায় না উঠতে তখন মাঝির কথা তোয়াক্কা করা হয়নি। এবং শেষমেশ মাঝিকেও নৌকায় উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এছারাও আরো একটি বিষয় জানা গিয়েছে, দুর্গা প্রতিমা বিসর্জন দিতে ওই নৌকায় যারাই উঠেছিলেন বেশিরভাগই মদ্যপ অবস্থায় ছিলেন। অবশেষে নৌকার ভার সামলাতে না পেরে ডুবে যায় প্রত্যেকেই। এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জন সহ একটি বাচ্চার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
গতকাল দুর্গা বিসর্জনের দিনে কালো ছায়া নেমে এসেছে বেলডাঙ্গায়। পুরোনো রীতি অনুযায়ী বেলডাঙ্গার হাজরা বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জনের পরেই অন্যান্য দুর্গা প্রতিমা বিসর্জন হয়। সেই অনুযায়ী হাজরা বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জন দিতে যায় এলাকার মানুষজন। বেলডাঙ্গার ডুমনীদহ বিলে নৌকায় প্রতিমা বিসর্জনের সময় আচমকাই দুটি নৌকা উলটে প্রায় ৪০জন যুবক জলে তলিয়ে যায়। পরবর্তী কালে কিছু জনকে উদ্ধার করে বেলডাঙ্গার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে বাড়ি ফিরে দেখা যায় পাঁচজন যুবক নিখোঁজ। স্থানীয় সুত্র অনুযায়ী এই পাঁচজন যুবক সাঁতার না জানায় এবং মদ্যপ অবস্থায় থাকায় গভীর জলে তলিয়ে যায়।
আরও পড়ুন…শুরু হল নিউটাউন উপাসনা ঘাটের বিসর্জন।
তারপরই স্থানীয় প্রশাসনের সাহায্যে ডুবুরি নামিয়ে মৃত অবস্থায় ওই পাঁচ জন যুবক কে উদ্ধার করা হয়। তবে সূত্র অনুযায়ী মাঝিকে নৌকা থেকে নামিয়ে অধিক সংখ্যক মানুষজন নৌকায় উঠে পরায় এই বিপত্তি ঘটেছে। এই ঘটনায় নিপ্পন হাজরা ব্যানার্জী , সুখেন্দু দে, পিনকন পাল, অরিন্দম ব্যানার্জী , সোমনাথ ব্যানার্জীর দেহ উদ্ধার হয়েছে।