নিজস্ব সংবাদদাতা ১৮ ডিসেম্বর ২০২০ জলপাইগুড়ি: ধূপগুড়ি বাজারে বিধ্বংসী আগুন। ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চোখের সামনে দোকান পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা।
দমকলের ৩টি ইঞ্জিন প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে কিন্তু আগুনের লেলিহান শিখা ক্রমশ গ্রাস করতে শুরু করে একের পর দোকান। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ৬ ঘণ্টা ধরে জ্বলছে আগুন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে। ক্ষতিপূরণের দাবি তুলেছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে নতুন করে বাজার নির্মাণ করে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। আগুনের লেলিহান শিখা নিভলেও পকেট ফায়ার রয়ে গিয়েছে। সকালে থেকেই আগুন নেভানোর কাজ শুরু করেছেন ব্যবসায়ীরা। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে। এই বিধ্বংসী আগুনের ঘটনায় ধূপগুড়িতে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।