নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- কথায় বলে ‘আহা তুমি সুন্দরী কত কলকাতা’। কল্লোলিনী তিলোত্তমা কে সুন্দর দেখতে চায় না এমন বাঙালি পাওয়া বিরল। রাজপথের অলি গলি তে ছড়িয়ে থাকা নতুন পুরোনো স্থাপত্য ভাস্কর্য , কৃষ্টি সৃষ্টি সবটাই আমাদের খুব কাছের। এবার তেমনি প্রিয় এক জিনিস- লেকটাউনের ‘বিগবেন ঘড়ি’ যা ২০১৫ সালে লন্ডনের আদলে কলকাতায় লেকটাউনের মোড়ে তৈরি করা হয়েছিল, তা ফিরে আসছে আবার স্বমহিমায় ।
আম্ফান এর ফলে এই ঘড়ির সমস্যা হয় বেশ কিছু জায়গায় ভেঙে যায় কিন্তু মূল স্তম্ভটি ঠিক আছে। বিধান নগর এর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বোস এর নেতৃত্বে দমকলের হাইড্রোলিক ল্যাডার নিয়ে এসে পুরো ঘড়ি ধোয়া হলো, এবং পুরো ঘড়িটি স্যানিটাইজ করা হলো। ঘড়ি সারানোর কাজ চলছে এবং পুজোর আগে নতুন রঙে সেজে উঠবে এই ঘড়ি এবং পূজোর ভেতরে চালু করে দেয়া হবে ঘড়িটি কে এমনটাই মনে করা হচ্ছে । লেকটাউন বাঙ্গুর বিধান নগরের মানুষ আবার ঘড়ির আওয়াজ শুনতে পাবেন।