৪৮৫ কোম্পানি চেয়ে কেন্দ্রকে আবার চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। বকেয়া কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে আবার চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে রবিবার আবার চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রকে। কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রের কাছে দু’বার মিলিয়ে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন। এখনও পর্যন্ত অর্ধেক বাহিনীও রাজ্যে এসে পৌঁছয়নি। এই অবস্থায় কেন্দ্রের কাছে আবার বাহিনী চাইল কমিশন। পঞ্চায়েত ভোটে প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চায় নির্বাচন কমিশন। হাই কোর্টের নির্দেশের পরে আরও ৮০০ কোম্পানি বাহিনী চায় তারা। এখনও পর্যন্ত ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
পঞ্চায়েত ভোটে আদালতের নির্দেশ মতো প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চায় নির্বাচন কমিশন। হাই কোর্টের ভর্ৎসনা এবং পুনরায় নির্দেশের পর কেন্দ্রের কাছে আরও ৮০০ কোম্পানি বাহিনীর চেয়ে আবেদন করে নির্বাচন কমিশন। কমিশনের আবেদন মতো প্রথমে ২২ কোম্পানি বাহিনী পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রক। ওই বাহিনী ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছেছে। তারা জেলায় জেলায় রুটমার্চ শুরু করে দিয়েছে। পরে কেন্দ্রের তরফে ৮০০ কোম্পানির মধ্যে ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করা হয়েছে। ওই বাহিনীও রাজ্যে আসতে শুরু করেছে। কিন্তু বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে কেন্দ্র এখনও কিছু জানায়নি। এর আগে গত শুক্রবার বকেয়া ওই বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। গত দু’দিনে ওই বাহিনী পাঠানো নিয়ে কেন্দ্রের তরফে কোনও উত্তর পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে রবিবার কমিশন ফের চিঠি দিল কেন্দ্রকে।
আরও পড়ুন – প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ‘প্রেম ফতোয়া’-র বিরুদ্ধে এবার পালটা কোড অফ কনডাক্ট জারি করল…
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন পেজ এবং )