বিনা নোটিশে জাতীয় সড়কের টোল প্লাজা খোলায় ধুন্ধুমার রায়গঞ্জে। পূর্ব নির্ধারিত বিজ্ঞপ্তি ছাড়াই শনিবার রাত ১২টার পর থেকে হঠাৎই নবনির্মিত ডালখোলা বারোদুয়ারি জাতীয় সড়কে শুরু হয় টোল সংগ্রহ।এরপরই উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও টোলপ্লাজার কর্মীদের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ।ঘটনায় আহত হন দুই পক্ষের মোট ৪ জন সদস্য।
উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিকের অভিযোগ, গতকাল রাত বারোটা নাগাদ হঠাৎই তাদের না জানিয়ে খুলে দেওয়া হয় শীতগ্রাম এলাকার নতুন একটি টোল প্লাজা। এরপর থেকে যেকোনো গাড়ি ওই টোল প্লাজা অতিক্রম করতে গেলে, তাদের কাছ থেকে টোল চাওয়া শুরু হয়। এদিন সকালে এই ঘটনার প্রতিবাদ করতে গেলে টোলপ্লাজার কর্মীরা তাদের উপর চড়াও হয় এবং মারধর করে বলে অভিযোগ উঠে।অন্যদিকে, বাস ও মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ করেছে ওই টোল প্লাজার কর্মীরা।
আরও পড়ুন – “মায়েদের থেকেই সময়ের ম্যানেজমেন্ট শেখা উচিত ” দেশের পড়ুয়াদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী
তাদের অভিযোগ, এদিন বাস ও মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লোকজন দলবল নিয়ে পরিকল্পিতভাবে তাদের ওপর আক্রমণ করেন। এই ঘটনায় তাদের একজন কর্মী আহত হন বলে জানান তারা। দু’পক্ষের এই সংঘর্ষের ঘটনা সামাল দিতে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী।আহতদের রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, এই ঘটনায় আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওউনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।এই ঘটনা এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। বিনা নোটিশে