নিজস্ব সংবাদদাতা ২৬ ডিসেম্বর ২০২০ বীরভূম: নেশার টাকা না দেওয়ায় সিউড়িতে তৃণমূল কংগ্রেসের সবজি ইউনিয়নের সেক্রেটারি গৌড়দে কে ছুরি দিয়ে আঘাত করল একজন যুবক।
এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের সবজি ইউনিয়নের ওই সেক্রেটারির।ঘটনাটি ঘটেছে সিউড়ির জেলা স্কুলের কাছে সবজি মার্কেটে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সিউড়ি থানার পুলিশ। অভিযুক্ত দীপক ওরফে নজরুল হককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে থানায় জড়ো হন স্থানীয় ব্যবসায়ীরা। অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও এই ধরনের ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এবং তারাও সিউড়ি থানার দ্বারস্থ হয়েছেন এ দিন।অপরদিকে তৃণমূল নেতাকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে।
আরও পড়ুন…জঙ্গলকেটে, ধ্বংস করে বেআইনি জমি দখল চলছে তার প্রতিবাদে জাম্বনী তে পথ অবরোধ করলো গ্রামবাসীরা