করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কেন্দ্রীয় স্কিমে অনুমোদন দিয়ে দিল সুপ্রিম কোর্ট। জাতীয় বিপর্যয় মোকাবিলা অথরিটি-কে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ( compensation ), করোনায় মৃত ব্যক্তিদের পরিবারকে কী ভাবে ক্ষতিপূরণের টাকা বণ্টন করা হবে, তার গাইডলাইন তৈরি করা শুরু করতে হবে। আজ অর্থাত্ সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ বলেন, ‘মৃত ব্যক্তির সবচেয়ে কাছের আত্মীয়কেই ৫০ হাজার টাকা দেওয়া হবে। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ লেখা না থাকলেও ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কোনও রাজ্য অস্বীকার করতে পারবে না ( compensation )। মৃত্যুর কারণ খতিয়ে যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে জেলা প্রশাসন। জেলা স্তরের কমিটির বিস্তারিত খবরের কাগজে ছাপা হবে।’
সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনও রাজ্য সরকার চাইলে এর থেকে বেশিও দিতে পারে। করোনায় মৃতের পরিবারের সদস্যদের, জেলা বিপর্যয় মোকাবিলা দফতরে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। সেখানে, দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ডেথ সার্টিফিকেট ও করোনায় মৃত্যুর নথি। আবেদনের ৩০ দিনের মধ্যে মৃতের পরিবারের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যদি কারও আবেদন বাতিল হয়, তবে তাও ৩০ দিনের মধ্যে জানাতে হবে। সাধারণ রাজ্যগুলির ক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা তহবিলের ৭৫ শতাংশ অর্থ দেয় কেন্দ্র। অন্যদিকে, কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিশেষ মর্যাদাপ্রাপ্ত রাজ্যের ক্ষেত্রে তহবিলের ৯০ শতাংশ অর্থই দেয় কেন্দ্রীয় সরকার। করোনায় মৃত ব্যক্তিদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের জন্য গত মাসে সুপ্রিম কোর্টকে প্রস্তাব দিয়েছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা অথরিটি।
সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ক্ষতিপূরণের এই টাকা দিতে হবে রাজ্য বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিল থেকে। আবেদনের ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবারকে ৫০ হাজার টাকা দিয়ে দিতে হবে সরকারকে। জেলা প্রশাসনে তৈরি কমিটি মেডিক্যাল রেকর্ড খতিয়ে দেখবে এবং ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ক্ষতিপূরণের টাকা তুলে দেবে মৃত ব্যক্তির নিকট আত্মীয়ের হাতে।
আর ও পড়ুন গ্রেফতার হলেন অখিলেশ যাদব, কেন?
উল্লেখ্য, : করোনা আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে, এবং আগামী সময় যাদের মৃত্যু হবে, তাঁদের পরিবারবর্গকে ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে সেই ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। করোনা সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বুধবার শীর্ষ আদালতে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এতদিনে যত মৃত্যু হয়েছে, সবার পরিবারকে সেই ক্ষতিপূরণ দিতে হবে। এবং আগামী দিনে যে মৃত্যু হবে, তাঁদের পরিবারও ক্ষতিপূরণের ৫০ হাজার টাকা পাবে। । কেন্দ্রকে এই সংক্রান্ত গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। করোনায় মৃতদের পরিবারগুলিকে ন্যূনতম ক্ষতিপূরণ দিতে হবে বলেই জানিয়েছিল আদালত। ক্ষতিপূরণের পরিমাণ কত হবে এবং কিভাবে তা মৃতদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে সে বিষয়েও রূপরেখা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল সর্বোচ্চ আদালতের তরফে।