নিজস্ব সংবাদদাতা ৭ ডিসেম্বর ২০২০ মুর্শিদাবাদ: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছোলা অন্যত্র পাচারের সময় হাতেনাতে ধরা হল। গ্রামবাসীদের হাতে পাকরাও ছোলা ভর্তি একটি টোটো।
রবিবার সন্ধ্যায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার মাঠপাড়া এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কর্মী প্রভাতী ঘোষ দিন কয়েক ধরেই ন্যায্য সরকারি দ্রব্য থেকে বঞ্চিত করছিল এলাকার পড়ুয়া ও গর্ভবতীদের । এরপরই রবিবার সন্ধ্যায় ওই অঙ্গনারী কর্মী পাঁচ বস্তা ছোলা অঙ্গনারী কেন্দ্র থেকে বের করে টোটো করে অন্যত্র নিয়ে যাওয়ার সময়ই গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলে। গ্রামবাসীদের তৎপরতায় খবর দেওয়া হয় রেজিনগর থানায়। পুলিশ এসে সরকারি জিনিসগুলি উদ্ধার করে বাজেয়াপ্ত করে ।
আরও পড়ুন…প্রয়াত হলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক মৃগেন মাইতি
তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই অঙ্গনারী কর্মীর খোঁজ মেলেনি ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানা ও ব্লক প্রশাসন।