নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১৭ অক্টোবর, ২০২০:রহস্যজনক ভাবে এক মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকায়। কয়েকদিন আগে ওই মহিলা সন্তান জম্ন দেওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন। এরপরে গতকাল অসুস্থা বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। হঠাৎ কি এমন হল যে ওই মহিলার মৃত্যু হয়েছে।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সুত্রের খবর, ঘটনাক্রমে চিনাকুড়ির ৯/১০ নম্বর লাইন পাড়ের রাজকুমার পাসওয়ান এর বছর ২৭ এর স্ত্রী কয়েকদিন আগে এক সন্তান এর জন্ম দেয়। গত দুই দিন আগে তার শরীর খারাপ হয়। তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান রাজকুমার পাসওয়ান। হটাৎ গতকাল রাতে শরীরের অবনতি হওয়ায় তাকে কুলটির এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে জানায়।রাজকুমার পাসওয়ানের অভিযোগ তার বৌদি মুনিয়া দেবী তার স্ত্রী কে কালজাদু করে মেরেছে।
আরও পড়ুন…দুর্গাপুরের পুজামণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার
আরো বলেন যে তার বৌদি গত ১ বছর ধরে তান্ত্রিকের প্রশিক্ষণ নিচ্ছিল সাগর গুপ্তা নামে এক সাধুর কাছে। ওই সাধুর নিয়মিত যাতায়াত ছিল তার বৌদির বাড়িতে সেখানেই তারা প্রশিক্ষণ নিত বলে জানিয়েছে।